গরফায় একটি ফ্ল্যাটের মধ্যে থেকে এক বেসরকারি ব্যাঙ্ক কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে ওই ব্যাঙ্ক কর্তার ফ্ল্যাটে পৌঁছয় গরফা থানার পুলিশ। দরজা ভেঙে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় করে।
পুলিশ সূত্র খবর, মৃত ব্যাঙ্ক কর্তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। বয়স ৪৭। তাঁর স্ত্রী অপর্ণা বন্দ্যোপাধ্যায় রাত সাড়ে তিনটে নাগাদ থানায় ফোন করেন। ফোনে তিনি জানান, রাত ১টা নাগাদ স্বামীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন অপর্ণা। সেই সময় তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তর্কাতর্কির মধ্যেই আত্মহত্যার হুমকি দিতে থাকেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্ত্রীকে হোয়াটসঅ্যাপে একটি সুইসাইড নোটও পাঠান তিনি। ভিডিয়ো কল চলাকালীন তিনি সিংলিয়ের সঙ্গে দড়ি বেঁধে ফাঁস দিয়ে ঝুলে পড়ন ওই ব্যাঙ্ক কর্তা। এর পর তারই স্ত্রী গরফা থানায় খবর দেন। থানা থেকে পুলিশ গিয়ে গরফার পূর্বাচল মেন রোডে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে যায়। দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, বেসরকারি ব্যাঙ্কের ওই কর্তা এর আগে গুজরাটে ছিলেন। সেখানে থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় আসেন। কলকাতার গরফার ওই ফ্ল্যাটেই থাকেন তিনি। তাঁর স্ত্রী অপর্ণা দুই মেয়ের সঙ্গে গুজরাটেই থাকতেন। স্ত্রীর অভিযোগ, বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রসূন।
পুলিশ মৃতের ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গরফা থানার পুলিশ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)