
করোনা পর্বে এই প্রথম, ৩রা ফেব্রুয়ারি নিয়ে নির্দেশ নবান্নের, হোমওয়ার্ক শুরু
১ মিনিটে পড়ুন . Updated: 27 Jan 2022, 04:56 PM IST- কোনওভাবেই যাতে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে না পড়তে হয় সেকারণে হোম ওয়ার্ক করে রাখতে চাইছে প্রশাসন
করোনাকালে সংক্রমণ এড়াতে এতদিন ভার্চুয়াল মাধ্যমেই মিটিং করছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার সরাসরি উপস্থিত হয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৩রা ফেব্রুয়ারি দিন ঠিক হয়েছে। এমনটাই খবর নবান্ন সূত্রে। ওইদিন দুপুর ২টোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত জেলার জেলা শাসক, জেলার পুলিশ সুপার ও প্রত্য়েকটি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান সচিবদের বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এর জেরে তুমুল প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। সূত্রের খবর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ফের ধরে ধরে প্রশ্ন করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্য়দিকে কোথাও কাজের ক্ষেত্রে কোনও ফাঁক থেকে যাচ্ছে কি না, বিশেষত সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে প্রশাসনিক বৈঠকে।
পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সরাসরি জেলার পুলিশ সুপারদের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন। এদিকে এই বৈঠকের প্রস্তুতিকে ঘিরে একেবারে সাজো সাজো রব পড়েছে প্রশাসনের অন্দরমহলে। জেলাস্তরেও প্রশাসনিক আধিকারিকরা এনিয়ে হোম ওয়ার্ক করা শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ধমকের মুখে যাতে জেলার প্রশাসনকে পড়তে না হয়ে সেকারণে যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন আধিকারিকরা।