কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট আগে কলকাতার নিজ়াম প্যালেসে পৌঁছলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। সঙ্গে ছিলেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। বুধবার বিকেলে গৌতম পালকে নিজ়াম প্যালেসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের পেশ করা রিপোর্ট দেখে গৌতমবাবুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে হয়েছে বলে জানান বিচারপতি। এমনকী তদন্তে সহযোগিতা না করলে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে বলেও জানান তিনি।
বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত OMR শিট নষ্টের মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে মুখবন্ধ খামে একটি রিপোর্ট পেশ করে সিবিআই। এজলাসে বিচারপতি বলেন, সিবিআইকে বার বার বাধা দেওয়ার চেষ্টা করছে পর্ষদ। আদালত পর্ষদের বিরুদ্ধে কোনও রায় দেয়নি। তাও তারা তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দাবি করে বার বার সুপ্রিম কোর্টে যাচ্ছে। এর পিছনে কোনও রহস্য আছে।
বিকেলে ফের মামলাটির শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমার মনে হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আজই সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। তিনি সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই। পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও জেরা করা প্রয়োজন বলে আদালত মনে করছে তবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সিবিআই।
বুধবার সন্ধ্যা ৬টা বাজার কয়েক মিনিট আগে নিজ়াম প্যালেসে পৌঁছন গৌতম পাল। সঙ্গে ছিলেন পার্থ কর্মকার। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।
নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি নিয়ে পুজোর পরে সিবিআইকে রিপোর্ট দিতে বলেছে আদালত। একই সঙ্গে সিটের কোন আধিকারিক কী তদন্ত করেছেন তারও বিস্তারিত জমা দিতে হবে আদালতে।