বিশ্বকাপের দলে থাকবে ছেলে- অনেক আশা নিয়ে মিষ্টি ও বাজি কিনে রেখেছিলেন বাবা। কিন্তু কোনও এক অজানা কারণে সেই স্বপ্নপূরণ হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখা হয়নি রিঙ্কু সিংকে। তারপর স্বভাবতই ভেঙে পড়েছেন রিঙ্কুর বাবা। ছেলের থেকে দূরে আলিগড়ের বাড়িতে বসে ভারত২- ভিশন অফ নিউ ইন্ডিয়ার সাক্ষাৎকারে রিঙ্কুর বাবা বললেন, ‘আশা তো অনেক ছিল। মনটা খারাপও হয়ে গিয়েছে কিছুটা। মিষ্টি এবং বাজি এনে রেখেছিলাম। আশা করেছিলাম যে (টি-টোয়েন্টি বিশ্বকাপে) প্রথম একাদশে খেলবে (রিঙ্কু)। তারপরও আমরা আনন্দিত।’
রিঙ্কুর মনখারাপ নিয়ে বাবা
বুকে একরাশ কষ্ট নিয়ে রিঙ্কুর বাবা জানান যে ছেলেও ভেঙে পড়েছেন। নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করে রিঙ্কুর বাবা বলেন, হ্যাঁ (ওরও মন খারাপ)। মা'কে বলেছে। ওরও মন ভেঙে গিয়েছে। মা'কে বলছিল যে প্রথম একাদশে বা ১৫ জনের দলে নাম নেই। তবে আমি আমেরিকায় যাব।' সেই কথাগুলো বলার সময় রিঙ্কুর বাবার মুখে একটা হালকা হাসি লেগেছিল। আর সেই হাসিটা মোটেও ‘হাসি’ ছিল না। কষ্ট চেপে রাখার যেন একটা ম্যাজিক ট্রিক ছিল।
আর কষ্টটা হবেই বা কেন, তাঁর ছেলে তো এমন কিছু করেননি, যে কারণে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে না। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। ব্যাটিং করেছেন ১১টি ইনিংসে। সাতবার নট-আউট থেকেছেন। করেছেন ৩৫৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান করেছেন। গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৩। দেশের হয়ে যে শেষ টি-টোয়েন্টি ইনিংসটা খেলেছিলেন, সেখানে ২২ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মাঠে নেমে ৩৯ বলে অপরাজিত ৬৯ রান করেছিলেন।
আরও পড়ুন: T20 World Cup- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন
রিঙ্কুকে দলে না নেওয়ায় ক্ষুব্ধ নেটপাড়া
তারপরও কেন রিঙ্কুকে বিশ্বকাপের মূল দলে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও ‘একাংশ’ বললে ভুল হবে। অধিকাংশ নেটিজেনই সেই প্রশ্নটা তুলেছেন। তাঁদের বক্তব্য, আইপিএলে এবার তেমন ম্যাজিকাল ইনিংস খেলেননি রিঙ্কু। কিন্তু সেটা তো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাঁকে উপর দিকে নামায়নি। আর কেকেআরের টপ-অর্ডারও রান পেয়েছে। সেক্ষেত্রে রিঙ্কু যেটুকু যা সুযোগ পেয়েছেন, সেটুকু কাজে লাগিয়েছেন। আইপিএলে ম্যাজিকাল ইনিংসের অভাবেই যদি তাঁকে না হয়, তাহলে হার্দিক পান্ডিয়াকে কেন দলে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
অধিকাংশ নেটিজেনের বক্তব্য, স্রেফ রাজনীতির কারণে রিঙ্কুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখা হল না। এক নেটিজেন বলেন, 'রাজনীতির শিকার হয়ে যাওয়ার সেরা উদাহরণ হলেন রিঙ্কু সিং। প্রতিদিন উনি ভারতের জার্সি পরে ভালো খেলছিলেন। আমরা কি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দল?'
আরও পড়ুন: হার্দিককে নিয়েই হয়েছিল আসল লড়াই, রিঙ্কুর তো ভাগ্যটাই খারাপ- সামনে এল দল নির্বাচনের আসল গল্প