বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?

IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?

নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। ছবি- পিটিআই (PTI)

কোচ, অধিনায়ক নয়, কিং খানের ভোকাল টনিকেই কামব্যাক নাইটদের। দিল্লি ম্যাচের আগে নাইট রাইডার্সের ক্রিকেটারদের সঙ্গে গল্প আড্ডায় বসেন শাহরুখ খান। সেখানেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে কিং খান বলেন, ভরডরহীন ভাবেই ক্রিকেট খেলতে। 

কখনও তিনি পাঠান, আবার কখনও তিনি জওয়ান। আর নাইটদের ড্রেসিং রুমে তিনিই কবির খান। একটা দল ঘরের মাঠে বড় রান করেও হেরে যাচ্ছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে জিততে পারেনি। জস বাটলারের অতিমানবীয় ইনিংসে সেদিন শেষ হয়ে গেছিল নাইটদের ম্যাচ জয়ের স্বপ্ন। এরপর ঘরের মাঠে আবারও একটা ম্যাচ। সেখানে পঞ্জাবের বিপক্ষে ২৬১ রান করেও হারতে হয়েছে। এক্ষেত্রে জনি বেয়ারস্টো- শশাংঙ্ক সিংরা ইডেনে এসে দাদাগিরি করে গেছে। স্বাভাবিকভাবেই মনোবল তলানিতেই থাকার কথা নাইটদের। মিচেল স্টার্কের মতো বোলাররাও কিনা আইপিএলে দাঁড়াতে পারছে না। চেন্নাইতে গিয়ে ধোনিদের বিপক্ষেও হারতে হয়েছে।

লিগ টেবিলে রবিবার রাত পর্যন্ত যা অবস্থা ছিল তাতে প্লে অফে যাওয়ার সুযোগ রাজস্থান ছাড়াও আরও ৫টি দলের কাছে ছিল। এদিকে ইডেনে দিল্লি ম্যাচের পর মাত্র একটাই হোম ম্যাচ ছিল নাইটদের। ফলে তাঁদেরকে দিল্লির বিরুদ্ধে কার্যত জিততেই হত। এমন সময় দলের মনোবল চাঙ্গা করতে আর কেই বা এগিয়ে আসতে পারতেন। সব থেকে অভিজ্ঞ আর এই কাজে এক নম্বর, নাইট কর্ণধারই পাশে দাঁড়ান ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন ভোকাল টনিকেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন হর্ষিত রানা, আন্দ্রে রাসেলদের মধ্যে।

আরও পড়ুন- ICC T20 World Cup-টি২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন, হলুদ থেকে সবুজ…দিনে দিনে কীভাবে বদলে গেল অজিদের জার্সি?

কবির খানের দেওয়া ভোকাল টনিক, চক দে ইন্ডিয়াতে ভারতের মহিলা হকি দলকে জিতিয়েছিল। এক্ষেত্রে তিনি কোচ নন, তবে তাঁর ভোকাল টনিকে যে সকলে উজ্জীবিত হবেন, তা আর বলার বাকি রাখে না। রিল লাইফের কবির খান, রিয়াল লাইফেও করে দেখালেন সেটাই। ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগের দিন রাতে ডিনার হওয়ার কথা ছিল, একপ্রস্থ পার্টিও নাকি প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেসবের আগে দলের ক্রিকেটারদের খেলা নিয়েই বার্তা দেন শাহরুখ খান, আর তাতেই বদলে যায় চিত্রটা।

আরও পড়ুন-ICC T20 World Cup- বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়কের পাশে থাকার বার্তা লখনউ সুপার জায়ান্টসের

ম্যাচের আগে কিং খান ক্রিকেটারদের উদ্দেশ্যে যা বলেন, তাঁর সারমর্ম অনেকটা এরকম, ‘ভেঙে পড়লে চলবে না। এরকম ম্যাচ মাঝে মধ্যেই আসবে। কিন্তু দলের মনোবল শক্ত করতে হবে। খেলায় হার-জিত থাকবেই। এক একটা ম্যাচে এমন হয়ে যায়। তবে প্রথম তিন ম্যাচে যেমন সাহসী ক্রিকেট দল খেলেছিল,কোনও প্রতিপক্ষকেই তোয়াক্কা করছিল না,তেমন ক্রিকেটই ফের হাতিয়ার করতে হবে’।

আরও পড়ুন-ICC T20 World Cup- আইপিএলে ব্যর্থ, খারাপ ফর্ম কাটিয়ে T20 বিশ্বকাপে ফুল ফোটাবেন তো আর্শদীপ, সিরাজরা?

শুক্রবার কলকাতার পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে জয় তুলে নিতে পারলে, লিগে নিজেদের অবস্থান আরও ভালো জায়গায় নিয়ে যাবে গৌতম গম্ভীরের দল। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.