বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মাঝরাতের পত্র–রহস্যে বাড়ছে গুঞ্জন, রাজ্যপাল কি ব্রাত্যর বিরুদ্ধে নালিশ ঠুকলেন?‌

মাঝরাতের পত্র–রহস্যে বাড়ছে গুঞ্জন, রাজ্যপাল কি ব্রাত্যর বিরুদ্ধে নালিশ ঠুকলেন?‌

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।  (HT_PRINT)

রাজ্যপালকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করা এবং রক্তচোষা বা ভ্যাম্পায়ার বলায় ফায়ার হয়েছেন তিনি। এমনকী ‘রাক্ষস প্রহর’ বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। তারপরই মাঝরাতে দেখুন কি হয় হুঁশিয়ারিতে তেতে ওঠে রাজ্য–রাজনীতি। আর জোড়া পত্রে তা আরও সংঘাতের আবহ তৈরি হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মোটেও চিন্তিত নন।

১২ ঘণ্টা অতিক্রান্ত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পত্র–রহস্য উন্মোচন হয়নি এখনও। রাজভবন–নবান্ন তারপর থেকেই মুখে কুলুপ এঁটেছে। চুপচাপ নেতা–মন্ত্রীরাও। আর গুঞ্জন শুরু হয়েছে, রাজ্যের বিরুদ্ধে কড়া নালিশ করেছেন রাজ্যপাল কেন্দ্রের কাছে। আর রাজ্যের কাছে নালিশ করেছেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। যদিও এই চিঠি নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। তাই নয়াদিল্লি এবং নবান্নকে রাজ্যপালের জোড়া চিঠি ঘিরে আরও বেড়েছে রহস্য।

এদিকে সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে ধরনায় বসা ও বিশ্ববিদ্যালয়গুলির অনুদান বন্ধের মন্তব্যে সাহায্য চাওয়া হয়েছে এই চিঠিতে। সুতরাং কেন্দ্রের আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শও রাজ্যপাল দিয়েছেন। তবে রাজভবন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আবার মুখ্যমন্ত্রী দু’‌দিন পরই বিদেশ সফরে যাচ্ছেন। তখন কি কোনও অ্যাকশন নেওয়া হবে?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বৈরথ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। কেন্দ্রের সঙ্গে এই নিয়ে টেলিফোনে কথাও হতে পারে। সেসব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দমবন্ধ পরিস্থিতিই থাকবে। তবে এখন অভূতপূর্ব ‘সাসপেন্স’ তৈরি হয়েছে। বোস এভাবে ফোঁস করে ওঠায় অবশ্য তৃণমূল কংগ্রেস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মোটেও চিন্তিত নন। বরং এই লড়াইটা প্রকাশ্যে চলে আসায় এখন ক্ষমতার আস্ফালন দেখা যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন:‌ ‘‌শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নিচ্ছে না, তাই দুর্নীতি’‌, বিস্ফোরক সৌগত রায়

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ রাজ্যপালকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করা এবং রক্তচোষা বা ভ্যাম্পায়ার বলায় ফায়ার হয়েছেন তিনি। এমনকী ‘রাক্ষস প্রহর’ বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। তারপরই মাঝরাতে দেখুন কি হয় হুঁশিয়ারিতে তেতে ওঠে রাজ্য–রাজনীতি। আর জোড়া পত্রে তা আরও সংঘাতের আবহ তৈরি হল। যদি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌রাজ্যপাল তো রাত জাগতে চাইছেন। নিশাচরীয় পদক্ষেপ করছেন। যা স্বাভাবিক নয়। কবি বলে গিয়েছেন, ‘জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নিল হরি’। অর্থাৎ, ব্রাত্য বসু ওঁর ঘুম কেড়ে নিয়েছেন।’‌ বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যের ব্যাখ্যা, ‘‌আমি রাজভবনের মুখপাত্র নই। তবে আমাদের স্বাধীনতা লাভও মাঝরাতেই।’‌

বাংলার মুখ খবর

Latest News

শিলিগুড়ি জেলা হাসপাতালে স্যালাইনে মিলল ছত্রাক, অপারেশন থিয়েটারে আলোড়ন ব্যান্ডেল: স্কুলে খনন কাজের সময় উদ্ধার দুর্লভ মূর্তি! ASI আধিকারিকরা কী বলছেন? প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের চলছে প্রশিক্ষণ, আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দির কী চলবে? বিশালের ভুলে ১০ উইকেট নেওয়া হল না সিদ্ধার্থের, রঞ্জিতে ৯ উইকেট নিয়ে গড়েন ইতিহাস সিপিএম এবার অ্যাপ আনছে, মুজফফর আহমেদ ভবন হচ্ছে হাইটেক, জেলাতেও কম্পিউটার কলকাতায় রয়েছে ৩০টি হেলে পড়া বহুতল, দাবি ফিরহাদের, ভুয়ো তথ্য, বলছে বিরোধীরা ক্ষত কী করে হল, কীভাবে চুল-ব্লুটুথ পাওয়া গেল… পয়েন্ট ধরে 'ব্যাখ্যা' দেয় সঞ্জয় ভাইয়ের কাটা পা ব্যাগে করে ফিরেছিলেন!শার্ক ট্যাঙ্কে শিউরে ওঠা গল্প শোনালেন অনুপম ঢাকায় পাক ISI প্রধান! সফরের গোপনীয়তার কারণ ঘিরে জল্পনা তুঙ্গে IMDb-র‍্যাঙ্কিং-এ সবথেকে ব্যয়বহুল ১০টি ভারতীয় ছবি কোনগুলি?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.