বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Ananda Bose: কুমোরটুলি থেকে একডালিয়া এভারগ্রিন, প্রতিপদে ঠাকুর দেখতে ঘুরে বেড়ালেন রাজ্যপাল

CV Ananda Bose: কুমোরটুলি থেকে একডালিয়া এভারগ্রিন, প্রতিপদে ঠাকুর দেখতে ঘুরে বেড়ালেন রাজ্যপাল

কুমোরটুলি ও একডালিয়ায় রাজ্যপাল

এরই মাঝেই রাজ্যপালের সামনে ধ্বনি ওঠে, ‘জয় দুর্গা, জয় বাংলা’। আবার মণ্ডপে প্রতিমা নিতে আসা অপেক্ষারত ক্লাব প্রতিষ্ঠানের কেউ কেউ 'জয় শ্রীরাম' ধ্বনিও।

মহালয়ার আগে থেকেই জেলা জেলায় দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রতিপদেও একগুচ্ছ প্রতিমার উদ্বোধন করেছেন তিনি। এরই মাঝে বিকালে শহরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার বিকালে প্রথমে তিনি রাজভবন থেকে কুমোরটুলি যান। সেখানে কথা বলেন মৃৎশিল্পীদের সঙ্গে। তাঁদের কাছে প্রতিমা তৈরির প্রক্রিয়া নিয়ে খোঁজ খবর নেন। দুর্গাপুজোর পর কোন প্রতিমা তৈরি হবে তা তিনি জানতে চান। মৃৎশিল্পীদের জন্য উপহার নিয়ে গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেই উপহার তিনি তাঁদের হাতে তুলে দেন। সেখানে এক মৃৎশিল্পী তাঁর হাতে লক্ষ্মী-গণেশের মুর্তি তুলে দেন। অনেক তাঁর সঙ্গে সেফলি তুলতে চান। সেই আবদারও মেটান রাজ্যপাল। এরই মাঝেই রাজ্যপালের সামনে ধ্বনি ওঠে, ‘জয় দুর্গা, জয় বাংলা’। আবার মণ্ডপে প্রতিমা নিতে আসা অপেক্ষারত ক্লাব প্রতিষ্ঠানের কেউ কেউ 'জয় শ্রীরাম' ধ্বনিও।

কুমোরটুলি থেকে তিনি রাওনা দেন দক্ষিণ কলকাতার উদ্দেশে। সেখানে তিনি যান একডালিয়া এভারগ্রিনে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসাবে পরিচিত একডালিয়ায় বেশ খানিকক্ষণ সময় কাটান রাজ্যপাল বোস।

(পড়তে পারেন। ‘৪কেজি ওজন কমেছে’, পুজো উদ্বোধনের মাঝে নিজের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন মমতা)

একডালিয়া এভারগ্রিণে এখনও পুরোপুরি মণ্ডপ তৈরি হয়নি। প্রতিমার আবরণ উন্মোচন হয়নি। তবে ইতিমধ্যে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তিনি কথা বলেন মণ্ডপ তৈরির কারিগরদের সঙ্গেও।

সোমবার একডালিয়ার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এ বছর ৮১ বছরে পা দিয়েছে এই পুজো। রাজ্যপালকে স্বাগত জানাতে এগিয়ে আসেন পুজো কমিটির সম্পাদক স্বপন মহাপাত্র। রাজ্যপাল তাঁর কাছ থেকে মণ্ডপের খুঁটিনাটি জানতে চান। সেখানে শিশুদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

তবে এই শেষ নয়, আরও একদিন শহরের পুজো দেখতে বেরোবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তেমনটা জানিয়েছেন সাংবাদিকদের।

বাংলার মুখ খবর

Latest News

চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর ‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! 'পরের উত্তরটা অভিষেক-মমতার থেকে নেব' নবরাত্রিতে রীতি মেনে কন্যা পুজো করলেন ভিকি-অঙ্কিতা শতরান হাতছাড়া পান্ডিয়ার, নিখিলদের ব্যাটে অজিদের বিরুদ্ধে বড় ইনিংসের পথে ভারত শারদীয়া নবরাত্রির এই ৯ দিনে করুন লবঙ্গ দিয়ে এই কাজ, ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে বাবা পাকিস্তানি হলেও, মা ছিলেন জম্মুর মেয়ে, মাতৃহারা আদনান সামি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.