গত দুদিন ধরে বাস ডিপো থেকে বেরোয়নি সরকারি বাস। বেশিরভাগ রুটের সরকারি বাসকেই রাস্তায় নামতে দেখা যায়নি। তেল সংকটের কারণে বাসগুলিকে রাস্তায় নামানো যায়নি বলে অভিমত কর্তৃপক্ষের। তবে এর ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের। অনেককেই বাস ডিপোয় গিয়েও ফেরত আসতে হয়েছে।
জানা যাচ্ছে, গত সোম ও মঙ্গলবার পার্ক সার্কাস ডিপো থেকে ক্যালকাটা ট্রাম কর্পোরেশন বা সিটিসির কোনও বাস বেরোয়নি। শুধু পার্ক সার্কাস ডিপো থেকেই নয়, একই অবস্থা রাজাবাজার ও টালিগঞ্জ ট্রাম ডিপোতেও। ওই দুই দিন শুধুমাত্র রিজার্ভ বাস যেগুলি হাইকোর্ট ও হাসপাতালে চলে, সেগুলি চলেছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কোনও বাস চলেনি। কিন্তু কেন চলেনি ওই দুই দিন বাস? ডিপোয় তেল সংকটের কারণেই বাস চালানো সম্ভব হয়নি। তবে মঙ্গলবার রাতে ডিপোয় তেল আসার পর থেকে বুধবার কিছু কিছু বাস অবশ্য ডিপো থেকে ছাড়ছে। কিন্তু পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে দুদিন ধরে ডিপো থেকে বাস না ছাড়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সমস্যায় পড়া এক নিত্যযাত্রীর কথায়, ‘বাস ধরতে এসেছিলাম। দেখছি বাস নেই। একএকটা সময় এক একরকম কথা বলছে। কখনও বলছে, একটু দাঁড়ান বাস পাওয়া যাবে। কখনও বলছে বাস পাওয়া যাবে না। ঘটকপুকুরের বাস নেই। উল্টোডাঙার বাস নেই। কেন যে হচ্ছে বুঝতে পারছি না। রাস্তার মধ্যে একটা ইলেকট্রিত বাসই চলছে।’ বাস ডিপোর এক কর্মী জানান, ‘ডিপোতে তেলের একটু সমস্যা রয়েছে। সেই কারণেই গত দুদিন ধরে বাস চালানো সম্ভব হয়নি।’