সাধারণ মানুষকে পার্সেল বুকিং নিয়ে আরও উৎসাহী করে তুলতে জিপিওতে ক্যাফে চালু করার উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ কর্তৃপক্ষ। যেখানে পাওয়া যাবে চা ও কফি। যারা কাজের জন্য যাবেন তারা তো বটেই সাধারণ নাগরিক বিশেষ করে নতুন প্রজন্মও এই ক্যাফেতে গিয়ে চা ও কফি পান করতে পারবেন। উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে এ বিষয়ে আরও উৎসাহী করে তোলা। এই ক্যাফের পোশাকি নাম দেওয়া হচ্ছে ‘পার্সেল ক্যাফে।’
কলকাতা জিপিওতে শিউলি নামে একটি কাউন্টার রয়েছে, যেখানে প্রিয়জনদের জন্য মাই স্টাম্প তৈরি করা যায়। আপাতত সেই কাউন্টার বন্ধ রয়েছে। তাই ওই কাউন্টার ভেঙে ফেলে সেখানে পার্সেল ক্যাফে তৈরি করা হবে বলে জানিয়েছেন কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল নিরজ কুমার। তিনি জানান, ‘পোস্ট অফিসে বহু মানুষ কাজের জন্য আসেন তাদের সেই কাজের জন্য অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়। সেই সময়ের মধ্যে গ্রাহকরা ক্যাফেতে বসে যেমন আরাম করতে পারবেন তেমনিই চা-কফি পান করতে পারবেন। এছাড়াও খাবারের ব্যবস্থা থাকবে এই ক্যাফেতে।’ সবই ন্যায্য দামে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
জিপিও সূত্রের খবর দ্রুতই পার্সেল ক্যাফে চালু হয়ে যাবে। ইতিমধ্যেই, এই ক্যাফে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। খুব দ্রুতই এই কাজ শেষ হয়ে যাবে। প্রথমে ছোট আকারে ক্যাফে চালু করার পরিকল্পনা রয়েছে জিপিও কর্তৃপক্ষের। তারপর সফলতা পেলে বড় আকারে এই ক্যাফে চালু করা হবে। তবে বাইরের কোনও সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে না। আপাতত জিপিওর যে নিজস্ব ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের অধীনেই এই ক্যাফে চালানো হবে।