ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে অফিস টাইমে এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ট্রেন হাওড়া পৌঁছতেই প্ল্যাটফর্মে নামিয়ে ওই যুবককে বেধড়ক মার দিলেন আক্রান্ত মহিলা। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতাও অভিযুক্তকে মারধর করেন। পরে তাঁকে রেল পুলিশের হাতে তুলে দেন ওই মহিলা।
রেল পুলিশ সূত্রে খবর, ডাউন হাওড়াগামী পাশকুড়া লোকালে করে নিজের স্বামীর সঙ্গে হাওড়া আসছিলেন ওই মহিলা। রামরাজাতলা থেকে ট্রেনে ওঠেন তাঁরা। অফিস টাইমে ভিড়ের চাপে স্বামীর থেকে কিছুটা দূরে চলে যান তিনি। সেই সুযোগে এক যুবক তাঁর কাছে ঘেষে শ্লীলতাহানী করতে শুরু করে বলে অভিযোগ ওই মহিলার। সরে যাওয়ার কথা বললে, তাঁকে মহিলা কামরা যেতে বলেন অভিযুক্ত যুবক।
এর পর ট্রেনটি হাওড়ায় ১৫ নম্বর প্লাটফর্মে পৌঁছলে, নেমেই যুবককে পাকড়াও করেন ওই গৃহবধূ। তাঁকে বেশ কয়েক ঘা কষিয়েও দেন। মহিলার চেঁচামেচিতে সেখানে প্লার্টফর্মের যাত্রীরা জড় হয়ে যান। তারাও কয়েক ঘা লাগান ওই যুবককে। গন্ডোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রেলপুলিশের জওয়ানরা। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেন যাত্রীরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup