বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > New Year Celebration: মধ্যরাতে নিষেধাজ্ঞা উড়িয়ে ফাটল দেদার শব্দবাজি, বর্ষবরণের উন্মাদনা শহরে

New Year Celebration: মধ্যরাতে নিষেধাজ্ঞা উড়িয়ে ফাটল দেদার শব্দবাজি, বর্ষবরণের উন্মাদনা শহরে

শব্দবাজির তাণ্ডব। (HT_PRINT)

তবে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক এবং আরোহী বেরিয়ে আসেন।

আজ, ২০২৩ সালের ১ জানুয়ারি। ইংরেজি নতুন বছরকে সবাই স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা করেছেন। তবে এই নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যরাতে যে শব্দবাজির তাণ্ডব হল শহরে তাতে অকাল দেওয়ালি বলে মনে করলেন মহানগরবাসী। রাত ১২টার পর শুরু হল নতুন বছরের উদ্‌যাপনে মানুষের উন্মাদনা। শব্দবাজির তাণ্ডব দেখা গেল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহর থেকে শহরতলিতে। এমনকী সেই তাণ্ডবের সাক্ষী থাকল হাসপাতাল চত্বরও। এটাই ছিল বর্ষবরণের রাত। তবে বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে কয়েক হাজার পুলিশকর্মী। তারপরও এই শব্দবাজির তাণ্ডব ভাবিয়ে তুলেছে মানুষজনকে।

কেমন ছবি দেখা গেল?‌ নতুন বছরকে স্বাগত জানাতে নাইট ক্লাবগুলিতে ছিল গান–বাজনা, খানাপিনা এবং মদ্যপানের আসর। নানা জায়গায় বাজল ডিজে’‌র তীব্র আওয়াজে গান। আর সঙ্গে জুড়ল শব্দবাজি। পাটুলি, কসবায় শব্দবাজির দাপটি ছিল সবচেয়ে বেশি। গড়ে ৭০ ডেসিবেলের উপরে। বাগবাজার, সল্টলেক, টালিগঞ্জ এবং নিউ মার্কেট এলাকায় ফাটল দেদার শব্দবাজি। শহরের হাসপাতাল চত্বরে শব্দবাজির তাণ্ডব দেখা গেল। কোনও নিয়ম মানা হল না। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪০ ডেসিবলের বেশি হওয়ার কথা নয়। কিন্তু আরজি কর হাসপাতাল চত্বরেই শব্দের তীব্রতা ছিল ৬১.৫।

আর কী জানা যাচ্ছে?‌ এদিকে আতসবাজি এবং শব্দবাজি পোড়ানো হওয়ায় কলকাতায় খারাপ হল বায়ুর মান। রাত ১২টার পর বায়ুসূচকের মান ছিল সবচেয়ে খুব খারাপ। শব্দবিধি না মেনে বাজানো হয় মাইক। নববর্ষে শব্দদূষণ প্রতিরোধ করতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজি) চিঠি দিয়েছিলেন পরিবেশ কর্মীরা। ৩১ তারিখ রাতে যে পরিমাণ বাজি ফাটল তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল পুলিশ–প্রশাসনের ভূমিকা। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা।

আর কী ঘটল শহরে?‌ তবে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক এবং আরোহী বেরিয়ে আসেন। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। তবে গাড়ির গতিবেগ বেশি থাকাতেই এই দুর্ঘটনা বলে মনে করছে ময়দান থানার পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা মীনের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.