পাহাড়ের নিয়োগ দুর্নীতির টাকার একাংশ অরূপ বিশ্বাসের মাধ্যমে কলকাতায় পৌঁছেছে। বুধবার বাগডোগরা উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম করলেন, মন্ত্রী তথা বারাকপুরের তৃণমূলপ্রার্থী পার্থ ভৌমিকেরও।
বিস্ফোরক শুভেন্দু
শুভেন্দুবাবু বলেন, ‘পাহাড়ে ৪০০-র বেশি পদে যে নিয়োগ হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে GTA থেকে নিয়োগ করেছে। সরকারি নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ওখানে মানা হয়নি। এর সঙ্গে সরাসরি অনীক থাপা যুক্ত। এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। সাথে অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। যে বিপুল পরিমান টাকা নিয়োগ দুর্নীতিতে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে’।
সিবিআই তদন্তের নির্দেশ
মঙ্গলবারই পাহাড়ের নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার রহস্যজনক চিঠির ব্যাপারে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে সিবিআইকে রিপোর্ট দিতে বলেন। পাহাড়ের স্কুল ও পুরসভায় প্রায় ৭০০ জনের বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মামলাটির তদন্তের ভার সিআইডিকে দিয়েছিল আদালত। কিন্তু মঙ্গলবার বিচারপতি বসু নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে বলেন। জমা দিতে বলেন নিয়োগ পাওয়া ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার নথিও।
কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টে একটি বেনামি চিঠি জমা দেয় সিআইডি। সেই চিঠিতে বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম রয়েছে বলে জানায় তারা। চিঠিতে দাবি করা হয়, জিটিএর চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে।