বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্যের প্রস্তাবে তিন মাস পর সিলমোহর

স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্যের প্রস্তাবে তিন মাস পর সিলমোহর

নতুন উপাচার্য হয়েছেন ভাস্কর গুপ্ত।

উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য–রাজ্যপাল বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যের পাঠানো তালিকা থেকেই এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি।

আজ, সোমবার দীর্ঘ টালবাহানার পর উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত হওয়ার পর উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য হয়েছেন ভাস্কর গুপ্ত। রাজ্যের দেওয়া প্রস্তাবিত নামেই সিলমোহর দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। নতুন ভিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হতেই আচার্য তথা রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুতরাং সংঘাত মিটল। আর বৈদ্যুতিন দূরসংযোগ বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস।

এদিকে এই নিয়োগের পরই বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের প্রাক্কালে আচার্য সিভি আনন্দ বোস অপসারণ করেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে। আচার্য আনন্দ বোসের নির্দেশ অমান্য করে সমাবর্তন করেছিলেন তিনি। তখন বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। তার জেরেই কোপ পড়েছে বুদ্ধদেবের উপর। তখন থেকে উপাচার্যহীন অবস্থায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভাস্কর গুপ্ত এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। বহুদিন ধরে বৈদ্যুতিন দূরসংযোগ বিভাগে পড়াচ্ছেন এই অধ্যাপক। পড়ুয়াদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ভাস্করবাবু। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি।

অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য–রাজ্যপাল বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যের পাঠানো তালিকা থেকেই এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। আজ, সোমবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌আচার্য সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রাজ্যের প্রস্তাবিত ভিসি ভাস্কর গুপ্তকেই নিয়োগ করেছেন। ভাস্কর গুপ্ত ইলেকট্রনিকস এবং টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য পেয়েছে। আশা করছি এরপর বাকি বিশ্ববিদ্যালয়গুলিও উপাচার্য পাবে। নতুন উপাচার্য ভাস্কর গুপ্তকেও শুভেচ্ছা জানাই।’‌

আরও পড়ুন:‌ মনোনয়ন দিতে গিয়ে মুখোমুখি পাঠান–নির্মল, পরস্পরকে ‘‌শুভেচ্ছা বার্তা’‌ দিলেন

এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে তিনি দ্রুত কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বহু অভিযোগ উঠেছে। সেখানের র‌্যাগিংয়ে প্রথম বর্ষের পড়ুয়ার প্রাণ যাওয়ার ঘটনা ঘটেছে। তাহলে কি এবার চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নয়া উপাচার্য?‌ এই প্রশ্নের জবাবে ভাস্কর গুপ্ত বলেন, ‘‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগদান করেছি। রাজ্য সরকার আমার নাম পাঠিয়েছিল। আচার্য আমার নাম অনুমোদন করেন। ভালো লাগছে যেহেতু নিজের বিশ্ববিদ্যালয়। এখানেই পড়েছি এবং এখানেই পড়াবো। তবে আমার মনে হয় না কাজটা চ্যালেঞ্জের হবে।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.