বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়ি গিয়ে টাকার বিনিময়ে চাকরির টোপ, ৩৭ লক্ষ টাকা প্রতারণায় কলকাতায় গ্রেফতার ২

বাড়ি গিয়ে টাকার বিনিময়ে চাকরির টোপ, ৩৭ লক্ষ টাকা প্রতারণায় কলকাতায় গ্রেফতার ২

প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

গত সেপ্টেম্বরে ২ বোনকে নগরোন্নয়ন দফতরের হলোগ্রামসহ ২টি নিয়োগপত্র দেয় সায়ন্তন। সেই নিয়োগপত্র নিয়ে নবান্নে চাকরিতে যোগদান করতে গিয়ে তারা জানতে পারে সেগুলি জাল। বিষয়টি প্রকাশকে জানালে টাকা ফেরত দিতে বেশ কয়েকটি চেক অভিযোগকারিনীদের দেয় অভিযুক্তরা।

পরীক্ষা না দিয়েই পাওয়া যাবে চাকরি। এই প্রতিশ্রুতি দিয়ে ৩৭ লক্ষ টাকা হাতানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। প্রকাশ বসু ও সায়ন্তন দাস নামে ওই ২ যুবকের নামে অভিযোগ করেছিলেন শহরেরই বাসিন্দা ২ তরুণী। ঘটনার পিছনে যে মূল মাথা রয়েছে তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শহরের বাসিন্দা ২ বোন জোড়াবাগান থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশকে তাঁরা জানান, প্রকাশ বসু নামে ওই যুবক তাঁদের বন্ধু। কয়েক মাস আগে তরুণীদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে প্রকাশ জানতে পারেন তাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সেজন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাঁরা। একথা শুনে প্রকাশ তাঁদের বলেন, এত কষ্ট করার কোনও দরকার নেই। নবান্নে পুর ও নগরোন্নয়ন দফতরে তাঁর ভালো পরিচিত রয়েছে। টাকা দিলেই পরীক্ষা না দিয়েও সেখানে গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া যাবে। প্রস্তাবে রাজি হয়ে যান ২ বোন। এর পর তাঁদের সঙ্গে ফোনে সায়ন্তন দাসের পরিচয় করিয়ে দেয় প্রকাশ। সায়ন্তন তাদের কাছে বায়োডাটাসহ অন্যান্য নথি চায়। সঙ্গে ধাপে ধাপে তাদের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা আদায় করে।

গত সেপ্টেম্বরে ২ বোনকে নগরোন্নয়ন দফতরের হলোগ্রামসহ ২টি নিয়োগপত্র দেয় সায়ন্তন। সেই নিয়োগপত্র নিয়ে নবান্নে চাকরিতে যোগদান করতে গিয়ে তারা জানতে পারে সেগুলি জাল। বিষয়টি প্রকাশকে জানালে টাকা ফেরত দিতে বেশ কয়েকটি চেক অভিযোগকারিনীদের দেয় অভিযুক্তরা। কিন্তু সবকটি চেকই বাউন্স করে।

এর পর জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন ২ বোন। সেই অভিযোগের ভিত্তিতে প্রকাশ ও সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা রীতিমতো পেশাদারিভাবে প্রতারণা চক্র চালাচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কী করে তারা সরকারি হলোগ্রামসহ জাল নথি বানাল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.