শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে।
প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা দেখা করেন তার সঙ্গে। সেখানে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন কিচ্ছু হবে না ছাড়ো..সত্য সামনে আসবেই।
বসিরহাট মহকুমা আদালত থেকে বের হওয়ার সময়ই আত্মীয়স্বজনরা মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন। পুলিশের ভ্য়ানে ওঠার পরেও তিনি এদিন আত্মীয়স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন। তাদেরকে নানাভাবে আশ্বাস দেন। বেশ জোরের সঙ্গে তিনি বলেন কিচ্ছু হবে না। সত্য় সামনে আসবেই। এরপরই জয় বাংলা স্লোগান উঠতে থাকে।
ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েকদিন সন্দেশখালির ছবিটা যেন দ্রুত বদলাতে শুরু করেছে। সম্প্রতি একটি স্টিং ভিডিয়ো সামনে আসে। সেখানে এক বিজেপি নেতা মুখ খুলেছেন বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এরপরই সন্দেশখালিতে একেবারে অন্য হাওয়া বইতে শুরু করে। এমনকী সন্দেশখালিতে মহিলাদের একাংশ বলতে শুরু করেছেন শেখ শাহজাহানের মুক্তি চাই।
এদিকে সম্প্রতি এই স্টিং ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ শাহজাহানকে। এখন শাহজাহান জেলবন্দি। তাঁকে মঙ্গলবার বসিরহাট আদালতে হাজির করা হয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিজেপি তো স্টিং ভিডিয়ো’কে ফেক বলছে। আপনি কী বলবেন?’ শাহজাহান বলেছিলেন, ‘ফেক নয়, ওটাই অরিজিনাল।’ আর তখন শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ভাই, জেলবন্দি শেখ আলমগির। প্রিজন ভ্যান থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শাহজাহান। শাহজাহানের বক্তব্য, ‘ওটা ফেক না, ওটা অরিজিনাল।’
সব মিলিয়ে ভোটের মুখে ওই স্টিং ভিডিয়ো কার্যত সব কিছু কি ওলটপালট করে দিল? ভোট যখন মাঝপথে তখনই সামনে এসেছে এই ভিডিয়ো। তবে তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ভিডিয়োর পেছনে বড় চক্রান্ত রয়েছে। এনিয়ে বিভিন্ন মহলেও নালিশও করেছে বিজেপি।
তবে এদিন আদালত চত্বরে শেখ শাহজাহানের শরীরের ভাষাতে যে ধরনের আত্মবিশ্বাস ধরা পড়ছিল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধরা পড়ার সময় তাকে এমনই আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল। মাঝে কয়েকদিন মুষড়ে পড়েছিলেন। ফের যেন আগের মেজাজে শাহজাহান।