ভাঙড়ে নৌশাদ সিদ্দিকি 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। তবে জিজ্ঞাসবাদ করতে পারবে। ওই ব্যবসায়ীর করা এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই ব্যবসায়ী সম্পর্কে তথ্য পান তদন্তকারী অফিসাররা। তার পর ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। বর্তমানে ওই ব্যবসায়ী চেন্নাইতে রয়েছেন। শুক্রবার তাঁকে তলব করে পুলিশ। কিন্তু ব্যবসায়ী আশঙ্কা প্রকাশ করেন, তাঁকে গ্রেফতার করা হতে পারে। এর পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় আদালত জানিয়েছে, যেহেতু ব্যবসায়ী চেন্নাইতে রয়েছেন, তাই ভাচ্যুয়াল মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তবে কোনও মতেই তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না।
২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় মিছিলের সময় গ্রেফতার হন নৌশাদ-সহ বেশ কয়েকজন আইএসএফ নেতা। তার পর থেকে জেলেই রয়েছেন বিধায়ক। একাধিকবার জামিনের আবেদন করলেও তিনি ছাড়া পাননি। জেলের ভিতর তাঁদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন নৌশাদ।