বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kaliaganj Firing: চাকরি পেলেন নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী, বিধানসভায় নিজের দফতরে নিয়োগ করলেন শুভেন্দু

Kaliaganj Firing: চাকরি পেলেন নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী, বিধানসভায় নিজের দফতরে নিয়োগ করলেন শুভেন্দু

নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী ও বিজয়কৃষ্ণর ছেলের সঙ্গে শুভেন্দু অধিকারী। 

নিয়োগপত্র হাতে পেয়ে মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রী বলেন, ‘চাকরিটা হওয়ায় সংসারের সমস্যার কিছুটা সুরাহা হল। কিন্তু যারা গুলি করে আমার স্বামীকে মেরেছে তাদের শাস্তি চাই। সিবিআই তদন্ত চাই। যতদিন বিচার না পাব লড়াই জারি থাকবে।’

কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ময়নায় তৃণমূলের হাতে খুন হওয়া বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলেকেও চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। দু’জনকেই বিধানসভায় শুভেন্দুবাবুর দফতরে অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুরে চাঁদগাঁওয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের। কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন তিনি। বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে করুণ পরিণতি হয় তাঁর। তার পর থেকে দীর্ঘদিন ঘরছাড়া ছিল পরিবারটি। পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন জানিয়েছিলেন শুভেন্দুবাবু। নিহতের স্ত্রীর চাকরির দাবিতে সুপারিশ করেন বিজেপি সাংসদরাও। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও উদ্যোগ না দেখানোয় নিজের দফতরেই নিহতের স্ত্রীকে চাকরি দিলেন শুভেন্দুবাবু।

নিয়োগপত্র হাতে পেয়ে মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রী বলেন, ‘চাকরিটা হওয়ায় সংসারের সমস্যার কিছুটা সুরাহা হল। কিন্তু যারা গুলি করে আমার স্বামীকে মেরেছে তাদের শাস্তি চাই। সিবিআই তদন্ত চাই। যতদিন বিচার না পাব লড়াই জারি থাকবে।’

শুভেন্দুবাবু বলেন, ‘পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। সরকারের কাছে চাকরির আবেদন জানিয়েছিলাম। কিন্তু এমন নির্দয় সরকার যে কোনও সাড়া দিল না। তাই আমরাই একটা ব্যবস্থা করলাম’।

 

বন্ধ করুন