বিবি গাঙ্গুলী স্ট্রিট এবং রাজা রামমোহন রায় রোডে ট্রাম ট্রাক বরাবর রাস্তার অবস্থা খুবই খারাপ। যার ফলে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। এই রাস্তায় অবস্থা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। তাই এই সমস্ত রাস্তায় ট্রাম ট্রাক বরাবর রাস্তা মেরামতির জন্য উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। এ বিষয়ে কলকাতা ট্রাম্প কোম্পানিকে (সিটিসি) কলকাতা পুরসভার তরফে চিঠি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বুধবার কলকাতা পুরসভার মাসিক সভায় কাউন্সিলর বিশ্বরূপ দে এ বিষয়টি উত্থাপন করেন। তিনি বিবি গাঙ্গুলী স্ট্রিট এবং রাজা রামমোহন রায় রোডে (আমহার্স্ট স্ট্রীট) ট্রাম ট্রাক বরাবর রাস্তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই রাস্তা যাতে মেরামত করা হয় সে বিষয়টি তিনি দাবি জানান। কলকাতা পুরসভার সড়ক বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ট্রাম ট্রাক বরাবর রাস্তা মেরামতের জন্য দায়িত্বে রয়েছে কলকাতা ট্রাম কোম্পানি। তাই এবিষয়ে তাদের কাছে চিঠি দিয়ে রাস্তা মেরামত নিয়ে অনুরোধ জানানো হবে।
উল্লেখ্য, দু'তিন দশক আগে কলকাতায় ৪০টি রুটে ট্রাম চলাচল করত। এখন ঠেকেছে মাত্র দুটোয়! কিন্তু মাকড়সার জালের মতো এখনও ছড়িয়ে রয়েছে ট্রাম লাইনগুলি। তার ফলে বিপদ রয়েছে। বহু ট্রাম লাইন বরাবর রাস্তার অবস্থা খারাপ রয়েছে। যার ফলে বিপদ বাড়ছে। ট্রামের লাইনে পিছলে বাইক দুর্ঘটনা শহরে নতুন কিছু নয়। আর ট্রাম ট্রাক বরাবর রাস্তার অবস্থা খারাপ হওয়ার ফলে দুর্ঘটনার প্রবণতা আরও বাড়ছে। তাই রাস্তা মেরামত নিয়ে দ্রুত কলকাতা ট্রাম কোম্পানিকে চিঠি দেবে কলকাতা পুরসভা।