বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পুজোর মুখে যাত্রী পরিষেবার সময়সীমা আরও বাড়াল কলকাতা মেট্রো, পুজোয় নতুন সময়সূচি

পুজোর মুখে যাত্রী পরিষেবার সময়সীমা আরও বাড়াল কলকাতা মেট্রো, পুজোয় নতুন সময়সূচি

মেট্রো স্টেশন। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

১৯ অক্টোবর, সোমবার থেকে রবিবার ছাড়া প্রত্যেকদিন ১৪৬টির জায়গায় ১৫২টি ট্রেন চলবে।

পুজোর মুখে যাত্রী পরিষেবার সময়সীমা আরও বাড়াল কলকাতা মেট্রো। সোমবার থেকে রাত সাড়ে ৮টার পরিবর্তে রাত ৯টায় দমদম এবং কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে। আর নোয়াপাড়া স্টেশন থেকে রাত ৮টা ২৫–এর পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে ৮টা ৫৫ মিনিটে। কবি সুভাষ ও দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল যে ১৮ অক্টোবর (রবিবার) থেকে মেট্রো পরিষেবা আরও বাড়িয়ে দেওয়া হবে। করোনা–কালে মেট্রো চালু হওয়ার পর থেকে এতদিন রবিবার ৫৮টি ট্রেন চলত। সেটা বাড়িয়ে ৬৪ করা হয়েছে। যা সকাল ১০ টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। আর ১৯ অক্টোবর, সোমবার থেকে রবিবার ছাড়া প্রত্যেকদিন ১৪৬টির জায়গায় ১৫২টি ট্রেন চলবে।

এদিকে, দুর্গাপুজোর দিনগুলোয় মেট্রোয় কীরকম পরিষেবা পাওয়া যাবে তা জানাতে নতুন সময়সূচি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আহের মতো এবার পুজোয় সারারাত মেট্রো চলবে না। ২২ অক্টোবর, ষষ্ঠীর দিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেট্রো। ২৩ থেকে ২৫ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে নবমী দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। এই কয়েকদিন মেট্রো পাওয়া যাবে আট মিনিট অন্তর। ২৬ অক্টোবর অর্থাৎ দশমীর দিন সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেট্রো।

পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে উৎসবের দিনগুলোয় নতুন কয়েকটি নিয়ম যুক্ত করা হয়েছে। যা অমান্য করলে কোনও যাত্রীকে রেলওয়ে আইনের ১৪৫, ১৫৩, ১৫৪ ধারায় দোষী সাব্যস্ত করা হতে পারে। আর সে সব মামলায় শাস্তি দেওয়া হবে। মোটা অঙ্কের জরিমানা বা জেল হতে পারে।

বন্ধ করুন