বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বোর্ডে রেজিস্ট্রেশন হয়নি ছাত্রদের, বেনিয়াপুকুরে স্কুলের সামনে তুমুল বিক্ষোভ

বোর্ডে রেজিস্ট্রেশন হয়নি ছাত্রদের, বেনিয়াপুকুরে স্কুলের সামনে তুমুল বিক্ষোভ

ফাইল ছবি

অভিভাবক জানান, আমার ছেলে দশম শ্রেণিতে পড়ে। সামনে ওর পরীক্ষা। অথচ এখন স্কুলের তরফে ওর নাম বোর্ডে রেজিস্ট্রেশন হয়নি। অথচ রেজিস্ট্রেশনের যাবতীয় খরচ স্কুল ভর্তির সময়ই নিয়ে নিয়েছে।

কলকাতায় ফের স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। ছাত্রছাত্রীদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ায় বৃহস্পতিবার সকালে আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কথা বলার নামে ডেকে এনে এতে তাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে সন্তানদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশনের ব্যাপারে জানতে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। অভিযোগ, তাঁদের অপেক্ষা করতে বলে পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। এর পর পুলিশ আধিকারিকরা এসে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী গ্রেফতারির হুমকি দেন। এতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

এক অভিভাবক জানান, আমার ছেলে দশম শ্রেণিতে পড়ে। সামনে ওর পরীক্ষা। অথচ এখন স্কুলের তরফে ওর নাম বোর্ডে রেজিস্ট্রেশন হয়নি। অথচ রেজিস্ট্রেশনের যাবতীয় খরচ স্কুল ভর্তির সময়ই নিয়ে নিয়েছে। ওদিকে এই আতঙ্কে আমার ছেলে ঠিক মতো পড়তে পারছে না। আমি জানি না ও পরীক্ষা দিতে পারবে কি না। আমাদের সন্তানদের ২টো বছর নষ্ট হয়ে যাবে। অথচ স্কুল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।

তিনি আরও বলেন, শুধু দশম শ্রেণি নয়, দ্বাদশ শ্রেণির ভর্তিরও একই অবস্থা। আমরা বারবার বিষয়টা স্কুলকে জানিয়েছি। স্কুলের তরফে আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি। আজ প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমাদের পুলিশ দিয়ে গ্রেফতার করানোর ভয় দেখাচ্ছে।

 

বন্ধ করুন