বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lakshmir Bhandar gets Skoch Award: নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

Lakshmir Bhandar gets Skoch Award: নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ছবি সৌজন্য–এএনআই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। এরপর নির্বাচনে জিতে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ৪ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ২৩ জুলাই এই প্রকল্পের সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন মমতা।

ফের একবার স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার। গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই বিষয়ে টুইট করে মমতা লেখেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। নারীর ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লক্ষ ক্ষমতাশালী মহিলার।’

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। এরপর নির্বাচনে জিতে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ৪ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ২৩ জুলাই এই প্রকল্পের সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন মমতা। এক মাসেই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত মহিলার সংখ্যা দেড় কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি-উপজাতির জন্য এক হাজার ও অনান্য নারীর ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার।

উপভোক্তাদের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। এরপরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও হুগলি জেলা। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পিছনে সরকারের খরচ হয় আনুমানিক ১০৯০ কোটি টাকা। এদিকে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

বন্ধ করুন