এবারে উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পরীক্ষায় যদি সংশ্লিষ্ট স্কুলে গণটোকাটুকি হয় বা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, তাহলে সেই স্কুলের অনুমোদন বাতিল হতে পারে। সম্প্রতি এই কথাই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘কোনও পরীক্ষাকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে, সেই কেন্দ্রের সুপারভাইজার ও ইনভিজিলেটর দায়ী থাকবেন। সেই স্কুলের ফল স্থগিত রাখা হতে পারে। সংসদ এই বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। এমনকি স্কুলের অনুমোদনও বাতিল হতে পারে।’ একই সঙ্গে উচ্চ মাধ্য্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, ‘পরীক্ষা শুরুর পর ১ ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবেন না। পরীক্ষার্থী, এমনকি শিক্ষকদের কাছেও কোনও মোবাইল ফোন থাকবে না। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত কঠোর নজরদারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।’
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। শিক্ষা সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার উত্তরপত্রে যেন কোনও রাজনৈতিক স্লোগান না লেখা হয়। কোনও অশোভন বাক্যও ব্যবহার করা যাবে না। যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই উত্তরপত্রটি বাতিল বলে বিবেচিত হবে।