বালিগঞ্জ স্টেশনে সকাল সকাল ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যস্ত সময়ে শিয়ালদার দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। জানা গিয়েছে, সকালে বজবজ লাইনে প্রায় আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ৮টা ৫৫ থেকে সাড়ে ৯টা পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তার জোড়া দেওয়া হয়। ফের চালু হয় ট্রেন পরিষেবা।
রেলের তরফে জানানো হয়েছে, বালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি জাগয়ায় ওভারহেডের তার ছিঁড়ে পড়ে যায়। এর জেরে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে এহেন ঘটনা ঘটায় রেলযাত্রীরা সমস্যায় পড়েন। পরে সাড়ে ৯টার পর থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেন চলতে শুরু করলেও অনেক ট্রেনই দেরিতে চলছে। ধীরে ধীরে পরিষেবা ফের স্বাভাবিক হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে…