গৃহস্থের হেঁসেলে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে মোদী সরকার। এই খবর সবাই পেয়ে গিয়েছেন। আর এটা নিয়েই এখন ফায়দা তুলতে চাইছে বঙ্গ–বিজেপি। লোকসভা নির্বাচনের আগে এটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন বঙ্গ–বিজেপি নেতারা। কেন্দ্রীয় সরকার কতটা দয়ালু তা প্রমাণ করার মরিয়া চেষ্টা করা হচ্ছে। আর তখনই গোটা বিষয়টির পিছনে থাকা রাজনীতি সামনে নিয়ে এলেন যুবনেতা তথা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর ফেসবুক পোস্ট নিয়ে এবার হইচই পড়ে গিয়েছে।
এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই কমল রান্নার গ্যাসের দাম। সেটা কত কমল? সিলিন্ডার প্রতি ২০০ টাকা। এটাকেই দেবাংশু ব্যাখ্যা করেছেন ‘একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো’ বলে। এই ভাষাতেই ফেসবুকে পোস্টে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যে জনগণের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। সেটি হল—ভোটের আগে দাম কমাচ্ছে। ভোট মিটলেই আবার দাম বাড়িয়ে দেবে না তো? গৃহস্থের রান্নার গ্যাসের ক্ষেত্রে ২০০ টাকা দাম কমানো হয়েছে। যাঁদের উজ্জ্বলা যোজনার গ্যাস তাঁদের ৪০০ টাকা ভর্তুকি মিলবে। গত প্রায় এক দশকে রান্নার গ্যাসের দাম বারবার বেড়েছে। ৪০০–৪৫০ টাকার গ্যাস এখন ১১২৯ টাকা। তাতে সাধারণ মানুষও যথেষ্ট ক্ষুব্ধ।
অন্যদিকে কেন দাম কমানো হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের দাবি, রাখি এবং ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। যদিও তা মানতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে টুইট করে লেখেন, ‘ইন্ডিয়া জোটের দুটি বৈঠকেই রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে গেল’। এই টুইট হজম করতে রাজি নয় বঙ্গ–বিজেপির নেতৃত্ব। তাঁরাও আজ থেকে এই নিয়ে প্রচার শুরু করে দেবেন বলে সূত্রের খবর। কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুকে কড়া পোস্ট করেছেন।
আরও পড়ুন: আমার বয়স সত্তর ছুঁই ছুঁই, শরীর জীর্ণ, তবুও লড়াই করছি- অসুস্থতার কথা জানালেন মমতা
ঠিক কী লিখেছেন দেবাংশু? একটু বেশি রাতে রান্নার গ্যাসের ২০০ টাকা দাম কমে যাওয়া নিয়ে ফেসবুকে পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি লিখেছেন, ‘প্রথমে মুখে লাথি মেরে মেরে লাথি খাওয়া অভ্যেস করিয়ে ফেলো। তারপর একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো.. লোকে বলবে, কী দয়ালু দেখেছো! আগের মতো জোরে মারে না।’ অর্থাৎ প্রথমে রান্নার গ্যাসের দাম ক্ষমতায় এসেই ৪৫০ টাকা থেকে বাড়াতে বাড়াতে প্রায় ১২০০ টাকার কাছাকাছি নিয়ে যাওয়া হল। ততক্ষণে জনগণের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে। তারপর ২০০ টাকা কমিয়ে সেখানে মলম লাগানো হল। এটাই বোঝাতে চেয়েছেন দেবাংশু। আবার কি রান্নার গ্যাসের দাম বাড়বে? সেটা সময়ই বলবে।