করোনাভাইরাস আতঙ্ক কাটিয়ে দু'বছর পর সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলার দিনগুলিতে নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলার দিনগুলিতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভারী ও পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। ৭ থেকে ৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে ঠিকভাবে যেতে পারে, সে কথা মাথায় রেখেই ট্র্যাফিক পরিষেবা নিয়ন্ত্রিত রাখার কথা জানিয়েছে পুলিশ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, গত বছরের তুলনায় এই বছর ৫০ হাজার পরীক্ষার্থী বেশি পরীক্ষায় বসছেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা পাঁচ লাখ আর ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। করোনা বিধি মেনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে বলেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।
য়েছে।