আজ সারা দেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ১৩টি রাজ্যের মোট ৮৯টি আসনে ভোটগ্রহণ চলছে। কর্ণাটকে আজ প্রথম ভোট হচ্ছে। সেখানকার ১৪টি আসনে আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে সেই ভোটকে ঘিরেই মর্মান্তিক ঘটনা ঘটল কর্ণাটকের মহীশূর লোকসভা কেন্দ্রে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ঠিক পরের মুহূর্তেই মারা গেলেন ৯১ বছর বয়সি এক বৃদ্ধা।
আরও পড়ুন: বিজেপির মহিলা কর্মীর গালে সপাটে চড় কষালেন তৃণমূল নেত্রী, তোলপাড় বালুরঘাট
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মহীশূর জেলার হুনসুর তালুকের কাল্লাল্লি গ্রামে। ওই বৃদ্ধার নাম পুত্তম্মা। বার্ধক্যজনিত দুর্বলতার পরেও তীব্র গরমে নিজের অধিকার প্রয়োগ করেছিলেন। জানা গিয়েছে, এদিন তিনি কাল্লাল্লী সরকারি বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন। এরপর ভোট দিয়ে তিনি বাড়িতে চলে যান। তারপরে বাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, এর আগের দিনই আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে কর্ণাটকে। ভোট দেওয়ার আগেই ৯৫ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়। ওই বৃদ্ধার নাম পার্বতমা সজ্জন।তিনি কর্ণাটকের হালাগেরি গ্রামের বাসিন্দা। বয়স্কজনিত অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন।
লোকসভার লাইভ আপডেট: চোপড়ায় বন্দুকবাজদের দাপাদাপির অভিযোগ, দাবি পুনর্নিবাচনের
প্রসঙ্গত, বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট প্রদান সহজ করতে নির্বাচন কমিশন বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধা চালু করেছে। বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য তিনি নাম নথিভুক্ত করেছিলেন। ভোটগ্রহণ কর্মীরা তার বাড়িতে যাওয়ার আগেই তিনি মারা যান।
বৃদ্ধার পরিবারের সদস্যদের বক্তব্য, তাদের আশা ছিল ভোটকর্মীরা বাড়িতে আসবেন। সেজন্য ভোটদানের জন্য তারা বাড়িতে একটি ঘরে টেবিলের ব্যবস্থা করেছিলেন। কিন্তু, তাঁর আর ভোট দেওয়া হল না।
উল্লেখ্য, এদিন বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু দক্ষিণ, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু গ্রামীণ, মান্ডা, মহীশূর, তুমকুর, হাসান, চিক্কাবাল্লাপুর, দক্ষিণ কন্নড়, উডুপি চিক্কামগালুরু, চিত্রদুর্গা, চামরাজানগর এবং কোলার আসনে ভোট গ্রহণ হচ্ছে। সেখানে কংগ্রেসের ১৪, বিজেপির ১১ এবং জেডিএসের ৩ জন সহ ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।