বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২০২৪ সালের মধ্যে যোগী রাজ্যের মতো গঙ্গা আরতির ব্যাবস্থা করতে হবে কলকাতায়: মমতা

২০২৪ সালের মধ্যে যোগী রাজ্যের মতো গঙ্গা আরতির ব্যাবস্থা করতে হবে কলকাতায়: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI)

কলকাতায় গঙ্গার ঘাটে সন্ধ্যারতি আয়োজনের নির্দেশ দেন তিনি। বলেন, উত্তর প্রদেশের মতো কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির ব্যবস্থা করতে হবে। মানুষ যেন জলে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উত্তরপ্রদেশের আদলে কলকাতায় গঙ্গার ঘাটে সন্ধ্যারতির ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে কলকাতা পুরসভাকে এই নির্দেশ দেন তিনি। সঙ্গে গঙ্গার ঘাটগুলির সৌন্দর্যায়নেরও নির্দেশ দেন তিনি।

সোমবার নবান্ন সভাঘরে ওই প্রশাসনিক বৈঠকে কলকাতা পুরসভার কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কলকাতায় একাধিক গঙ্গার ঘাট ভেঙে গেলেও তা সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে গঙ্গাপাড়ের পরিচ্ছন্নতার ওপরেও জোর দেন। এমনকী কেন্দ্রীয় সরকার কেন প্রিন্সেপ ঘাটের সংস্কার করছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর পরই কলকাতায় গঙ্গার ঘাটে সন্ধ্যারতি আয়োজনের নির্দেশ দেন তিনি। বলেন, উত্তর প্রদেশের মতো কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির ব্যবস্থা করতে হবে। মানুষ যেন জলে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মন্দির আছে, বসে আরতি দেখা যায় এমন জায়গা খুঁজতে হবে। সঙ্গে তিনি বলেন, ‘এব্যাপারে তাড়াহুড়ো করার দরকার নেই। ২ বছর লাগে লাগুক। কিন্তু ব্যাপারটা যেন নিরাপদ হয়।’

উত্তর প্রদেশের বারণসীর ঘাটে সন্ধ্যারতি জগৎবিখ্যাত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে যে ভাবে হিন্দুত্বের হাওয়া তীব্র হচ্ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরম হিন্দুত্ববাদের তাস খেলতে চাইছেন মমতা। এই পথেই দিল্লিতে সফল হয়েছিলেন কেজরিওয়াল।

 

বন্ধ করুন