কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচের তালে পা মেলানোকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্যে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। তৃণমূলের দাবি, বিজেপিকে ক্ষমা চাইতে হবে। পালটা বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করাও। এর পর ওয়াক আউট করেন তাঁরা।
এদিন অধিবেশনের শুরুতেই মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ কথা বলেছেন। আমরা প্রতিবাদ করতে চাইছি। তিনি নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। আমরা তাঁকে ধিক্কার জানাই। কেন্দ্রীয় মন্ত্রী যে কথা বলেছেন তা লজ্জার। বিজেপি যে নারী বিদ্বেষী তার প্রমাণ আমরা একাধিকবার পেয়েছি। ভোট প্রচারেও যে ভাবে প্রধানমন্ত্রী দিদি, দিদি বলেছেন। যদি গিরিরাজ সিং মন্তব্যের প্রতিবাদে বিজেপির কেউ কিছু না বলে তাহলে বুঝতে হবে যে এই ঘটনা তারা সমর্থন করছে।’
এর পরই তুমুল চিৎকার চেঁচামেচি জুড়ে দেন তৃণমূল বিধায়করা। নিজের জায়গায় দাঁড়িয়ে পালটা চিৎকার করতে থাকেন বিজেপি বিধায়করা। তৃণমূলের মহিলা বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের মন্তব্য অনভিপ্রেত। বেশ কিছুক্ষণ শোরগোল চলার পর বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।