বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > জাগো বাংলা সরকারি বিজ্ঞাপন নেয় না, CPMএর মুখপাত্র চিটফান্ডের বিজ্ঞাপন ছাপে: মমতা

জাগো বাংলা সরকারি বিজ্ঞাপন নেয় না, CPMএর মুখপাত্র চিটফান্ডের বিজ্ঞাপন ছাপে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে - ফেসবুক

সিপিএমের মুখপত্র গণশক্তির বিরুদ্ধে চিটফান্ডের বিজ্ঞাপন ছাপার অভিযোগ তুলে মমতা বলেন, ‘জাগোবাংলা কাগজ সরকারি বিজ্ঞাপন নেয় না। সিপিএমের একটা কাগজ আছে। চিটফাণ্ডের বিজ্ঞাপন থাকে। আমরা নিইনি।

তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার ‘উৎসব সংখ্যা’র উদ্বোধন করতে গিয়ে ফের একবার সিপিএমকে ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বদলা চান না বলেই ৩৪ বছরে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার পরেও বাম নেতাদের কাউকে গ্রেফতার করেনি তাঁর সরকার। এমনকী সিপিএমের মুখপত্রে চিটফান্ডের বিজ্ঞাপন ছাপা হত বলেও অভিযোগ করেন তিনি।

এদিন মমতা বলেন, ‘আমি বলেছিলাম, বদলা নয় বদল চাই। তাই ৩৪ বছর ধরে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকলেও বাম নেতাদের কাউকে গ্রেফতার করিনি। এরা ধোয়া তুলসিপাতা না কি?’

অস্ত্র–সহ ক্যাম্প থেকে উধাও বিএসএফ জওয়ান, মালদার ঘটনায় তীব্র আলোড়ন

সিপিএমের মুখপত্র গণশক্তির বিরুদ্ধে চিটফান্ডের বিজ্ঞাপন ছাপার অভিযোগ তুলে মমতা বলেন, ‘জাগোবাংলা কাগজ সরকারি বিজ্ঞাপন নেয় না। সিপিএমের একটা কাগজ আছে। চিটফাণ্ডের বিজ্ঞাপন থাকে। আমরা নিইনি। একবার ভুল করে ছোট্ট একটা বিজ্ঞাপন নিয়ে নিয়েছিল। টুম্পাই ছিল দায়িত্বে। তাই নিয়ে কত নোটিশ। নোটিশের কাছে উইপোকারাও হার মেনে যাবে। তৃণমূল দেখলেই হল, জাগোবাংলা দেখলেই হল'।

এদিনের অনুষ্ঠানে বিজেপিকেও আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, ‘যারা দিল্লিতে যারা বসে আছে, ওটা দিল্লি কা লাড্ডু। তাদের মাথার ওপরে চন্দ্র, সুর্য, গ্রহ তারা, দুঃখের অবসান হোক।মা সকলকে শক্তি দিক'।

 

বন্ধ করুন