প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার নিয়ে এবার ফুঁসে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এনিয়ে এক্স প্লাটফর্মে লিখেছেন। তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিকল্প হিসাবে যে খসড়া করেছে সেটা দেখলাম। এটা পড়ে হতবাক হয়ে গিয়েছি। এটা দেখে অবাক হয়ে গেলাম যে অত্যন্ত নিষ্ঠুর ও অবদমন করার জন্য নাগরিক বিরোধী প্রস্তাব আনা হয়েছে। আগে ছিল দেশদ্রোহী আইন। আর এখন সেই আইনকে তুলে দেওয়ার নাম করে যেটা আনা হচ্ছে এর মাধ্য়মে আরও নিষ্ঠুর ও কড়া আইন আনা হচ্ছে। প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার নাম করে এসব করা হচ্ছে। এতে নাগরিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
…দেশের জুরি ও পাবলিক অ্যাক্টিভিস্টদের কাছে অনুরোধ এই খসড়া মন দিয়ে পড়ুন। ….এই বিষয়টি নিয়ে আমার সহকর্মী এমপিরা সংসদে আলোচনা করবেন। আইনকে অভিজ্ঞতার ভিত্তিতে উন্নত করা দরকার। কিন্তু ঔপনিবেশিক কর্তৃত্বকে পেছনের দরজা দিয়ে আনার চেষ্টা করাটা উচিত নয়।
এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে নেট নাগরিকদের অনেকেই স্বাগত জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আবার কেউ কেউ বলছেন, ঠিক কোন জায়গাতে আপনার আপত্তি রয়েছে সেটা পরিষ্কার হল না। বক্তব্যের মাধ্যমে অনেকটাই অস্পষ্টতা রয়েছে।
অপর এক নেটিজেন লিখেছেন দিল্লি, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই খসড়ার বিরোধিতা করেছেন। তবে শেষ পর্যন্ত এই ন্য়ায় সংহিতা কতটা বাস্তাবায়িত হয় সেটাই দেখার। তবে মুখ্যমন্ত্রী তাঁর মনের কথা জানিয়েছেন।