এবার চন্দ্রযান ৩ অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের চিরঘুমে চলে যাওয়াকে বিজেপির পতনের সূচক বলে দাবি করলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে এসব বলেন মমতা। এমনকী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের হার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির কারণে বলে দাবি করেন তিনি।
এদিন মমতা বলেন, ‘ইসরোর চন্দ্রাভিযান হল। শুধু বাংলারই বৈজ্ঞানিক আছে ৪০ জন। বাংলার মেধাকে আমরা স্যালুট জানাই। ইসরোর তো দোষ নেই। ভালো হলে একজনের নামে গুণ। আর খারাপ হলে ওদের নামে দোষ। আবার পাঠালো চাঁদে লোক। লোক না, মানে লোক যেতে পারে কি না। ওই যে মাটিতে নেমে বেচারা ঘুমিয়ে পড়ল। আর জাগছে না। যেখানে যাচ্ছে সেখানেই পতন। পতন শুরু হয়ে গেছে। ধাক্কা শুরু হয়ে গেছে’।
এদিন মমতা বলেন, ‘ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভালো খেলল, সব খেলায় জিতল। আর পাপিষ্ঠরা যেখানে গেল সেখানে ভরাডুবি হল। বলে না, অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গেছে। সব ফেডারেশন গুলো নিয়ে নিয়েছে রাজনৈতিক দলের লোকেরা। ফুটবলেও পরিয়ে দিয়েছে গেরুয়া। ক্রিকেটেও গেরুয়া। কবাডিতেও গেরুয়া। বাথরুমেও গেরুয়া। মেট্রোতেও গেরুয়া। স্টেশনেও গেরুয়া। যেন মনে হচ্ছে টাকাটা ওদের পার্টি থেকে এসেছে’।
গত ২৩ অগাস্ট বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি ছোঁয় চন্দ্রযান ৩এর বিক্রম ল্যান্ডার। সেই সময় দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে অবতরণ পর্ব দেখেন তিনি। এর পর এই সাফল্যকে ভারত তথা ভারত সভ্যতার বিশেষ অর্জন বলে বর্ণনা করেন তিনি। ইসরোর তরফে জানানো হয়, চন্দ্রযান ৩ মিশনের মেয়াদ ১ চন্দ্রদিবস বা ১৪ দিন। তার পর চন্দ্রপৃষ্ঠে অন্ধকার নামলে অকেজো হয়ে যাবে যান। তবু সেপ্টেম্বরে বিক্রমের অবতরণ স্থলে ফের সূর্যোদয় হলে যানটিকে সচল করার চেষ্টা করেন ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে আর সাড়া দেয়নি বিক্রম।