আবার ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগল। এমনকী সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আজ, সোমবার তিলখানার কাছে একটি প্লাস্টিকের কারখানা এবং গুদাম ঘরে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। দ্রুত সেই আগুন ছড়াতে থাকে আশেপাশে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর মিলেছে।
ঠিক কী ঘটেছে ট্যাংরায়? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখানে ১০টি দমকলের ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর জন্য। আগে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তখনও বিষয়টি বোঝা যায়নি। তবে ধোঁয়ার সঙ্গে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয়। তবে কী করে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা থাকায় খবর যায় দমকলে।
ঠিক কী বলছে দমকল? দমকল সূত্রে খবর, এই ট্যাংরার আগুন নিয়ে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখনই কারণ খোঁজার চেষ্টা করছেন না। দ্রুততার সঙ্গে ওই বিধ্বংসী আগুন নেভানোই এখন একমাত্র চ্যালেঞ্জ। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাটির তদন্ত শুরু হবে। আরও বাড়তে পারে ইঞ্জিনের সংখ্যা। এখন ১০টি ইঞ্জিন সেখানে আছে।
আর কী জানা যাচ্ছে? ইতিমধ্যেই আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা সম্পর্কেও সুস্পষ্ট কিছু জানা যায়নি।