উত্তরপ্রদেশ থেকে কলকাতায় এসে ধর্ষণের শিকার নাবালিকা। ঘটনাটি ঘটেছে রাজারহাটে। বাড়ির মালিকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশে সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশে। তার বাবা কলকাতায় কাজ করেন। সেই সূত্রে ইকো পার্ক থানার অন্তর্গত রাজারহাটের হাতিয়ারাতে একটি ঘরভাড়া করে থাকেন। কলকাতায় বেড়াতে বাবার কাছে এসেছিল ওই নাবালিকা। অভিযোগ, তার বাবা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাড়ির মালিক পেশায় একজন আইটি কর্মী। নাবালিকার অভিযোগ, তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা গত বৃহস্পতিবার বাড়ি থেকে পালিয়ে এসে প্রতিবেশীদের ধর্ষণের কথা জানায়। এরপর প্রতিবেশীরা তাকে থানায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে ৩১ বছর বয়সি ওই আইটি কর্মীকে গ্রেফতার করে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে হরিদেবপুরে একটি হোমের এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এই অভিযোগে পুলিশ হোমের ফাদারকে গ্রেফতার করেছে। ওই শিক্ষিকা ছিলেন সদ্য কাজে যোগ দিয়েছিলেন। অভিযোগ তার শ্লীলতহানির ভিডিয়ো রেকর্ডিং করেছিল হোমের আরও দুই কর্মী। পরে তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। চলতি সপ্তাহে পরপর দুটি এ ধরনের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।