বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mysterious death: রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু, দরজা ভাঙতেই মিলল ঝুলন্ত দেহ

Mysterious death: রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু, দরজা ভাঙতেই মিলল ঝুলন্ত দেহ

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রতীকী ছবি (iStock)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস ছ'য়েক ধরে রিজেন্ট পার্ক এলাকায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন শুরু করেন তাঁরা। গৃহকর্তা বিজয় চট্টোপাধ্যায়ের ব্যবসা ছিল।

রিজেন্ট পার্ক এলাকায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় বাবা-মা ও মেয়ের মৃতদেহ। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান আর্থিক টানাপোড়েনের জেরেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস ছ'য়েক ধরে রিজেন্ট পার্ক এলাকায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন শুরু করেন তাঁরা। গৃহকর্তা বিজয় চট্টোপাধ্যায়ের ব্যবসা ছিল। তিনি স্ত্রী রানু চট্টোপাধ্যায় ও মেয়ে ঐন্দ্রিলাকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। ঐন্দ্রিলা আইন নিয়ে পড়াশুনা করত। কিছু দিন ধরে বিজয় চট্টোপাধ্যায়ের ব্যবসার অবস্থা ভালো ছিল না। প্রতিবেশীদের অনুমান এর ফলে আর্থিক সংকট বাড়ে। কিছু দিন ধরে ওই পরিবারের কাউকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। তাতেই প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাধে।

রবিবার সকালে পাড়া-প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এর পরই তাঁরা দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙতেই তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসা ঠিক মতো না চলার ফলে আর্থিক সংকট বেড়েছিল। সে কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনজনে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন
Live Score