বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Narada Scam: যাতায়াতের বিমানভাড়া দিন নইলে বাড়ির কাছে জেরা করুন, CBIকে চিঠি দিলেন ম্যাথু

Narada Scam: যাতায়াতের বিমানভাড়া দিন নইলে বাড়ির কাছে জেরা করুন, CBIকে চিঠি দিলেন ম্যাথু

সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। (ছবি সৌজন্য সংগৃহীত)

ম্যাথু স্যামুয়েলের দাবি, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। ট্রেনে করে যাওয়ার শক্তি নেই। সিবিআই বিমানভাড়া দিলে তবেই তিনি কলকাতায় হাজির হবেন। 

নারদকাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নতুন শর্ত দিলেন ম্যাথু স্যামুয়েল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দাবি করেছেন, সিবিআই যেন তাঁকে বাড়ির কাছাকাছি কোথাও জেরা করে। এর আগে মঙ্গলবার তলব পেয়েই সিবিআইয়ের কাছে কেরল থেকে কলকাতা যাতায়াতের বিমানভাড়া দাবি করেছিলেন ম্যাথু। তাঁর একের পর এক শর্তে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত তিনি সোমবার নিজাম প্যালেসে হাজিরা দেবেন কি না।

সিবিআইকে দেওয়া এক চিঠিতে ম্যাথু লিখেছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। দিনে ২ বার ইনসুলিন নিতে হয় তাঁকে। সঙ্গে খেতে হয় একাধিক ওষুধ। এই পরিস্থিতিতে কেরল থেকে কলকাতায় যাতায়াতে ৬ দিনের ট্রেন যাত্রা তাঁর পক্ষে করা সম্ভব নয়। তাই তাঁকে বিমানযাত্রার ভাড়া দিক সিবিআই। আগাম ভাড়া দিলে তবেই তিনি কলকাতা যাবেন। কারণ তেহলকা তদন্তে তাঁকে তলব করেছিল সিবিআই। তখনও তাঁকে যাতায়াত ও থাকার ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পুরো টাকা পাননি তিনি।

ম্যাথুর দাবি, সিবিআই যাতায়াত ভাড়া দিতে না পারলে তাঁর বাড়ির কাছাকাছি কোথাও জিজ্ঞাসাবাদের ব্যবস্থা হোক।

নারদ ফুটেজ প্রকাশের প্রায় ৭ বছর পর মঙ্গলবার হঠাৎ নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে তলব করে সিবিআই। তাঁকে সোমবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এত বছর পর হঠাৎ সিবিআই নারদ তদন্তে কেন তৎপরতা শুরু করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি, লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের চাপে ফেলতে এই কৌশল নিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

 

বন্ধ করুন