বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২১ জুলাইয়ের সমাবেশে তৃণমূলে যোগ দিচ্ছেন না তার আগেই? কী বললেন রূপা

২১ জুলাইয়ের সমাবেশে তৃণমূলে যোগ দিচ্ছেন না তার আগেই? কী বললেন রূপা

রূপা গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি

সম্প্রতি রূপাকে দেখা যায় তৃণমূলের এক মুখপাত্রের সঙ্গে। এর পরই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। রূপার সঙ্গে রাজ্য বিজেপির সম্পর্ক যে মধুর নয় তা কখনও গোপন করেননি নেত্রী।

কোনও পরিস্থিতিতেই তৃণমূলে যোগদান করবেন না তিনি। শনিবার স্পষ্ট করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর নাম নিয়ে হাইপ তৈরির চেষ্টা করছে তৃণমূল।

এদিন রূপা বলেন, ‘কী করতে যাব তৃণমূলে? মাথার ফাটা দাগটা দেখাতে? আমাকে চেষ্টা করেও তাড়াতে পারবে না। আরও হাজার হাজার কেস দেবে। তাতে আমার কিছু আসে যায় না। সবাই বিক্রি হয় না।’

সম্প্রতি রূপাকে দেখা যায় তৃণমূলের এক মুখপাত্রের সঙ্গে। এর পরই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। রূপার সঙ্গে রাজ্য বিজেপির সম্পর্ক যে মধুর নয় তা কখনও গোপন করেননি নেত্রী। এদিন তিনি বলেন, ‘কেউ হয়তো স্বপ্ন দেখছে। ওদের হাইপ তোলার কোনও উপায় নেই। তাই আমার নাম বেচে হাইপ তুলছে।’

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশকে কটাক্ষ করে রূপা বলেন, ‘বাস মালিকদের ভয় দেখিয়ে লোক আনবে। বাস না দিলে রুটে বাস বন্ধ করে দেওয়ার ভয় দেখাবে। ধর্মতলায় না গেলে জব কার্ড কেড়ে নেবে। ওদের সরকারে আমাদের যত কর্মী সমর্থক খুন হয়েছে তার পর ওদের শহিদ দিবস পালন মানায় না।’

 

বন্ধ করুন