বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতা পুলিশের কড়া নজরে এবার ওয়ো রুম, সঙ্গী নিয়ে যাবেন ভাবছেন?‌ জানুন বিশদে

কলকাতা পুলিশের কড়া নজরে এবার ওয়ো রুম, সঙ্গী নিয়ে যাবেন ভাবছেন?‌ জানুন বিশদে

ওয়ো রুম

ওয়ো অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমন অনৈতিক কার্যকলাপ বুঝতে পারলেই পুলিশে খবর দেবে। অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পুলিশ কর্তারা সেমিনার করলেন। ৩০টির বেশি ওয়ো হোটেল অপারেটরদের সঙ্গে নিয়ে সেমিনার করা হয়। এবার অন্য়ায়ের বিরুদ্ধে নেওয়া হচ্ছে জিরো টলারেন্স নীতি।

শীত পড়েছে। তাই নিজের প্রেমিকাকে নিয়ে রুম ভাড়া করে ঢুকে পড়ছেন প্রেমিক যুগল। আবার এই রুম ভাড়া করে তৈরি হচ্ছে নীল ছবি। এমনকী সহবাসের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেল করা হয়। আর এগুলি নাকি বেশি হচ্ছে ওয়ো রুম ভাড়া নিয়ে বলে অভিযোগ। যেখানে ওয়ো রুম বিপদে মাথা গোঁজার ঠাঁই বলেই জানা যায়। সেখানে অনৈতিক কার্যকলাপের খবর পেয়ে এবার কড়া হাতে বিষয়টি দমন করতে নেমেছে কলকাতা পুলিশ। এবার থেকে এমন কিছু আর বরদাস্ত করা হবে না। সেটা পুলিশ বার্তা দিয়েছে আগত অতিথিদের প্রতি।

এদিকে ২০১২ সাল থেকেই বহু মানুষের কাছে নির্ভরযোগ্য় ঠিকানা ওয়ো রুম। তবে খাস কলকাতায় এই ওয়ো ব্র্যান্ডের অবৈধ ব্য়বহার করে হিউম্যান ট্রাফিকিং চলছে বলে অভিযোগ উঠেছে। এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। ওয়ো অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমন অনৈতিক কার্যকলাপ বুঝতে পারলেই পুলিশে খবর দেবে। অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পুলিশ কর্তারা সেমিনার করলেন। ৩০টির বেশি ওয়ো হোটেল অপারেটরদের সঙ্গে নিয়ে এই সেমিনার করা হয়। এবার অন্য়ায়ের বিরুদ্ধে নেওয়া হচ্ছে জিরো টলারেন্স নীতি।

অন্যদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ ওয়ো রুম ভাড়া করে অনৈতিক কাজ করতে না পারে। এই বিষয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ ডিভিশন) প্রিয়ব্রত রায় সেমিনারের প্রধান অতিথি হয়ে এসে বলেন, ‘‌ওয়ো পর্যটনের প্রচারে এবং ভারতের মানুষের জন্য আতিথেয়তা পরিষেবাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্যটন বৃদ্ধির সঙ্গেই আমরা আইনশৃঙ্খলা সমস্যারও সম্মুখীন হচ্ছি। আমি হোটেলগুলিকে নির্দেশ দিচ্ছি, অতিথিদের বৈধ ফটো আইডি কার্ড দেখিয়েই যেন রুম দেওয়া হয়।’‌ পুলিশকর্তা আরও জানান, হোটেল ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণ করা হবে। হোটেলে থাকা প্রত্যেক ব্য়ক্তিরই সঠিক রেকর্ড রাখতে হবে।

আরও পড়ুন:‌ ‘‌বিরোধিতা করলে ছিটকে যেতে হবে’‌, গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন শতাব্দী

এছাড়া বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এই বিষয়ে ওয়োর চিফ অপারেটিং অফিসার বরুণ জৈন বলেছেন, ‘‌কলকাতা এবং আশেপাশের এলাকায় ওয়োর ৪৫০টিরও বেশি হোটেল আছে। আমরা আমাদের হোটেল অংশীদারদের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছি। বিশেষ সেশন রাখা হবে যাতে হোটেলে নিরাপত্তা প্রোটোকল বজায় রাখা যায়। শিক্ষিত ও সচেতন করতে হবে।‘‌ ওয়ো কলকাতা–সহ নানা জায়গায় রয়েছে। গৌতম বুদ্ধ নগর (নয়ডা), চণ্ডীগড় এবং লখনউ–সহ ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ব্যবস্থা আছে।

বাংলার মুখ খবর

Latest News

'বকা' শুনল CBI, সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর কেজরির, তবে ঢুকতে পারবেন না CM অফিসে সন্দীপের শ্যালিকার বাড়িতে মিলল ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র, দলিল, টেন্ডার নথি বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন সন্দীপের গ্রেফতারি নিয়ে 'ভাবলেশহীন' মন্তব্য সঞ্জয়ের, কী বলল আরজি কর কাণ্ডের ধৃত? ফের লাল বল হাতে বোলিং করলেন হার্দিক পান্ডিয়া! টেস্ট দলে ফিরতেই কি এমন অনুশীলন? ‘সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম,টাকার জন্য কেউ এতটা নীচে নামতে পারে?’ মাদেইরার রাস্তা থেকে ১০০ কোটি ফলোয়ার! বিশ্বের প্রথম মানুষ হিসেবে নজির রোনাল্ডোর সঞ্জয়ের গডফাদার অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথা মনে পড়ল লালবাজারের রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার বাংলাদেশ প্রেস ক্লাবে পালিত জিন্নার মৃত্যুজয়ন্তী, ভারতকে বলা হল বিষধর সাপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.