বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: রবীন্দ্রজয়ন্তীর আগে আদালতে পেশের সময় রবীন্দ্রনাথের কবিতা শোনালেন পার্থ

Partha Chatterjee: রবীন্দ্রজয়ন্তীর আগে আদালতে পেশের সময় রবীন্দ্রনাথের কবিতা শোনালেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়।

অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' (বানান অপরিবর্তিত) এর পর তিনি অভিষেকের নবজোয়ার নিয়ে প্রশ্নে মুখে বলেন, ‘নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে।’

আলিপুর আদালতে পেশের সময় এবার রবীন্দ্রনাথের কবিতা শোনালেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে প্রবেশের সময় খোসমেজাজে দেখা গেল তাঁকে। বললেন, অভিষেকের নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে।

সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করে অন্যান্য দিনের মতো তাঁর দিকে নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। সাংবাদিকদের থামিয়ে পার্থবাবু বলেন, আমার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো। আপনারা তো কাল্পনিক অনেক কথা লিখছেন। আমি শুধু কবিতার ২টো লাইন বলব, ‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।

অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' (বানান অপরিবর্তিত) এর পর তিনি অভিষেকের নবজোয়ার নিয়ে প্রশ্নে মুখে বলেন, ‘নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে।’ তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীবাছাই নিয়ে দলীয় কোন্দল নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে পার্থর মুখে রবীন্দ্রনাথের বাণীতে সাহিত্যের থেকে বেশ রাজনীতি খুঁজে পাচ্ছেন অনেকে। তাদের প্রশ্ন, কাদের বিরুদ্ধে মসি ও অগ্নি দেওয়ার অভিযোগ করছেন পার্থ। তবে কি দলেরই একাংশ রয়েছে এর পিছনে? পার্থর কবিতা পাঠ উত্তরের থেকে বেশি প্রশ্ন রেখে গেল বলে দাবি তাদের।

 

বন্ধ করুন