ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘প্রয়াত’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল সন্ধ্যায় এই পোস্ট করে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় মন্ত্রীকে ‘ট্রোল’ করতে শুরু করেন নেটিজেনরা। এর কিছুক্ষণ পরে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ফেসবুক ওয়াল’ থেকে উড়ে যায় পোস্টটি।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ পরে অবশ্য ‘ভুল’ বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি মুছে ফেলা হয়। তবে ততক্ষনে বহু মানুষের চোখে ওই পোস্টটি পড়ে। তাতে অনেকে ‘কমেন্ট’ করেন। অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ বা বিষয়টি নিয়ে ট্রোল করেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, গতবছর অক্টোবরে দীর্ঘ আঠারো দিন দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন মনমোহন সিং। জ্বর, শারীরিক দুর্বলতা নিয়ে এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংকে। এর আগে গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন মনমোহন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দিযেছে তাঁর। ২০০৯ সালে এইমসেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাইপাস সার্জারি হয়েছিল। তবে আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে।