তাপমাত্রা কমতেই শহরে বেড়েছে দূষণ। তারপরও বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের ফলে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন বহু মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে শ্বাসকষ্টের কারণে বহু রোগীকে কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই ভর্তি রয়েছে আইসিইউতে। এই অবস্থায় শ্বাসযন্ত্রে সংক্রমণ আরও বাড়লে সেক্ষেত্রে আইসিইউ বেডে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে শহরের বেসরকারি হাসপাতালগুলি।
আরও পড়ুন: বেডের জন্য় আর ছুটে বেড়াতে হবে না, ৫৬ হাসপাতালের জন্য বড় ঘোষণা মমতার
শহরের বেসরকারি হাসপাতালগুলির সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রা কমতেই গত এক সপ্তাহ ধরে রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, হিউম্যান মেটা-নিউমো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং এইচ ১ এন ১–এই সমস্ত ভাইরাসের সংক্রমণ বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। এ বিষয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সবেমাত্র নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়েছে, শীত এখনও দেরি রয়েছে। তার মধ্যে সংক্রমণে অনেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। যাঁদের আগে থেকেই ফুসফুসে সমস্যা রয়েছে, তাঁরা যেমন সমস্যায় ভুগছেন, তেমনই যাঁদের শ্বাসযন্ত্রে এর আগে কোনও দিন সমস্যা দেখা দেয়নি, তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিচ্ছে।
জানা গিয়েছে, শ্বাসকষ্ট সমস্যাজনিত কারণে নিউ আলিপুরের হাসপাতালের ওপিডি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মধ্যেই বহু সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। এরকম চলতে থাকলে আগামী দিনে শয্যার সংকট দেখা দিতে পারে বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা করতে গিয়ে চিকিৎসকরা জানিয়েছেন এ বছর আগে থেকেই সংক্রমণ শুরু হয়েছে।