চাকরি 'খেয়ে নেওয়ার' অভিযোগ তুলে আইনজীবী বিকাশরঞ্জ ভট্টাচার্যকে বিক্ষোভ দেখালো প্রাথমিকে বিতর্কিত চাকরি প্রার্থীদের একাংশ। এজলাসে সওয়াল করে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। শেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁকে ঘিরে স্লোগাও দেয় চাকরি প্রার্থীরা।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে একটি মামলার শুনানি ছিল। সেই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন সওয়াল করেন প্রাথমিকে ওএনআর শিটে কী ভাবে কারচুপি হয়েছে তা নিয়ে। শুনানির শেষ বেরিয়ে আসতে তাঁকে চাকরিপ্রার্থীদের একাংশ ঘিরে ধরে এবং স্লোগান দিতে থাকে। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন। প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, ২ সংস্থাকে নির্দেশ মন্ত্রীর
যদিও বিকাশ কোনও কথা বলেননি। তিনি সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে যান। সেই সময় পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
২০১৪ সালে টেট পরীক্ষার পর ২০১৬ সালে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এই অভিযোগে হাইকোর্ট মামলা করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বিচারপতি মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। ২০২৪ সালে টেট পরীক্ষা দেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষার ভিত্তিততে ২০১৬ এবং ২০২০ সালে নিয়োগ হয়।
আরও পড়ুন। ঘড়ি-আংটি-তাগায় সংক্রমণের শঙ্কা, হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক
আরও পড়ুন। গরমে কলকাতায় লাফিয়ে বেড়েছে জলের চাহিদা, মিটবে কী ভাবে? অপচয় রুখতে আবেদন মেয়রের
প্রায় ৪২,৫০০ জন চাকরি পায়। টেট পরীক্ষার কাচুপি হয়েছে বলে মামলাও হয় হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। আদালতে আবেদনকারীদের পক্ষ সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। সওয়াল করে বেরোনোর পরই তিনি বিক্ষোভের মুখে পড়েন। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
আরও পড়ুন। সরকারের যুক্তি না শুনেই SDPO-কে ৫ লাখ জরিমানা, অভিজিতের নির্দেশ বাতিল হাইকোর্টের