বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিচারপতি রাজশেখর মান্থার বিচার্য বিষয় বদলের দাবিতে চিঠি প্রধান বিচারপতিকে

বিচারপতি রাজশেখর মান্থার বিচার্য বিষয় বদলের দাবিতে চিঠি প্রধান বিচারপতিকে

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয়ের পুনর্বিন্যাস করেন প্রধান বিচারপতি। এর পর পুলিশি নিষ্ক্রিয়তা ও সক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানি করার ভার পড়ে বিচারপতি রাজশেখর মান্থার ওপর।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে পর এবার বিচারপতি রাজশেখর মান্থার বিচার্য বিষয় বদলের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে আবেদন জানালেন আইনজীদের একাংশ। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলায় একপেশে রায় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয়ের পুনর্বিন্যাস করেন প্রধান বিচারপতি। এর পর পুলিশি নিষ্ক্রিয়তা ও সক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানি করার ভার পড়ে বিচারপতি রাজশেখর মান্থার ওপর। এতেই আপত্তি আইনজীবীদের একাংশের। বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসে বার অ্যাসোসিয়েশন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিচারপতি মান্থার এজলাস বয়কট করবে তারা। এমনকী বিচারপতির বিচার্য বিষয় বদলের দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেন তাঁরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এই নিয়ে দ্বিতীয় বিচারপতির বিচার্য বিষয় পরিবর্তন চেয়ে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন।

চিঠিতে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে লেখা হয়েছে, বিচারপতি মান্থা শুভেন্দু অধিকারীর করা পুলিশি অতিসক্রিয়তার একাধিক মামলায় একপেশে রায় দিয়েছেন। শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ তদন্তে পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। তাই তাঁর কাছ থেকে নিরপেক্ষ বিচার প্রত্যাশা করা যায় না।

 

বন্ধ করুন