একেবারে হাড়হিম কাণ্ড মহানগরীতে। টালিগঞ্জে যাত্রীবোঝাই বেপরোয়া বাসের ধাক্কা। চারু মার্কেট থেকে এক্সাইড যাওয়ার পথে টালিগঞ্জ থানার একটু আগে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে খবর। এরপরই একের পর এক গাড়িতে ধাক্কা দিতে শুরু করে। বুধবার তখন ঘড়িয়ে প্রায় ১১টা ৫০। ব্যস্ততম রাস্তায় এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়ায়। এসপি মুখার্জি রোডের ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে লেকটাউনে সেই ভয়াবহ দুর্ঘটনার রেশ ফুরোয়নি এখনও। তার মধ্য়েই ভয়াবহ কাণ্ড এবার টালিগঞ্জে। লেকটাউনে বাস চুরি করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। তখনই একটি গাড়িতে ধাক্কা দেয়। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তার জেরে মৃত্যু হয় তিনজনের।
আর সেই ঘটনার রেশ ফুরানোর আগেই এবার টালিগঞ্জে দুর্ঘটনা। ছিটকে পড়ে লোকজন। তবে পরপর ধাক্কা দিলেও কেউ সেভাবে জখম হননি। এটাই স্বস্তির। তবে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তার থেকে অল্পের জন্য় রক্ষা পেয়েছেন বাসযাত্রীরা।
এদিকে পর পর ধাক্কা দেওয়ার জেরে বাসের সামনের দিকটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের বনেটটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাসটি সিগন্যাল ভেঙে একের পর এক গাড়িকে ধাক্কা মারতে থাকে। এভাবে বেপরোয়াভাবে বাসটিকে ছুটতে দেখে পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে বাসের ধাক্কায় একের পর এক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় সূত্রে খবর, এদিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেকেই। এদিকে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
যান্ত্রিক কোনও সমস্যার জেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠছে। তবে চালককে জেরা করে পুলিশ আসল ঘটনার কথা জানার চেষ্টা করছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের খালাসি পালিয়েছে।