বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreemoyee: 'কল্যাণদাকে ও ভালোবাসে, ওর খারাপ লেগেছে', কাঞ্চনকে অপমান, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুললেন শ্রীময়ী

Sreemoyee: 'কল্যাণদাকে ও ভালোবাসে, ওর খারাপ লেগেছে', কাঞ্চনকে অপমান, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুললেন শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী-কল্যাণ

‘এই ঘটনাটা কেন হল কী জানি! খুবই দুর্ভাগ্যজনক বিষয়। ওঁর একটু খারাপ লেগেছে। কারণ কল্যাণদাকে কাঞ্চন খুব ভালোবাসে।’ শ্রীময়ী জানান, ‘সত্য়ি বলতে কী কল্যাণদা ছিলেন বলেই আমাদের বিয়েটা সম্ভব হয়েছে। শুরু থেকেই উনি আমাদের খুব সাপোর্ট করেছেন।’

গত দু'দিন ধরেই আলোচনায় রয়েছেন কাঞ্চন মল্লিক। কারণটা ভোটপ্রচার। শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বৃহস্পতিবার ভোটপ্রচারে বের হয়েছিলেন কাঞ্চন মল্লিক। সেদিন প্রচার গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেওয়া হয় কাঞ্চনকে। কল্যাণবাবুর নির্দেশে গাড়ি থেকে নামতে সেসময় বাধ্য হয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক। সাংসদের আচরণে আহত হন কাঞ্চন। 

এদিকে সেসময় অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন কাঞ্চনপত্নী। আজতক বাংলা-কে কল্যাণ-কাঞ্চন ইস্যুতে শ্রীময়ী বলেন, ‘আমি দেখলাম, কিন্তু এখানে আমি কী বলব! এটা তো পলিটিক্যাল বিষয়।’ শ্রীময়ীর কথায়, তিনি নিজেও এই বিষয়টিতে অবাক হয়ে গিয়েছেন। তাঁর স্বামী কাঞ্চন মল্লিক রোজই প্রচারে বের হচ্ছেন। তবে এত গরমে ভোট হচ্ছে সেটা নিয়েই তিনি উদ্বিগ্ন ছিলেন বলে জানান শ্রীময়ী। 

আরও পড়ুন-'অনেক খেয়েছি, আর না', প্রচারে বের হয়ে চন্দননগরের কোন খাবার খাওয়া হল না রচনার?

শ্রীময়ীর কথায়, ‘এই ঘটনাটা কেন হল কী জানি! খুবই দুর্ভাগ্যজনক বিষয়। ওঁর একটু খারাপ লেগেছে। কারণ কল্যাণদাকে কাঞ্চন খুব ভালোবাসে।’ শ্রীময়ী জানান, ‘সত্য়ি বলতে কী কল্যাণদা ছিলেন বলেই আমাদের বিয়েটা সম্ভব হয়েছে। শুরু থেকেই উনি আমাদের খুব সাপোর্ট করেছেন।’ শ্রীময়া জানান, তাঁর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কম কথা হয়, তবে কথা হলে তিনি সবসময়ই তাঁকেও সাপোর্ট করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকলে হয়ত তাঁদের বিয়েটাই হত না। কাঞ্চনপত্নীর কথায়, ‘হতে পারে কোনও ইন্টারন্যাল ইস্যু, আর গরমে তো কারোও মাথা ঠিক থাকে না। তবে কাঞ্চন একটু হতাশ হয়েছে, খারাপ লাগছে।’

এদিকে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘এর আগেও ওনাকে নিয়ে আমি প্রচারে বেরিয়েছিলাম। ওনাকে দেখলে গ্রামের মহিলারা ভীষণ রিএক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম, গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গেই কেন প্রচারে থাকছে? অন্য দিনগুলোও তো ওর প্রচার করা উচিত। তখন তো ও থাকছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে। মানুষের মনকে তো আমায় বুঝতে হবে। আমি তো কোনও ব্যক্তি বিশেষের জন্য নই। আমি সমষ্টিগত মানুষের জন্য। ব্যক্তিবিশেষের সুখ বা আনন্দের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না’।

এদিকে কাঞ্চনের কথায়, ‘‌আমি বুঝতে পারিনি। গিয়েছিলাম দলীয় প্রচারে। আগেও কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি। আজ হঠাৎ করেই উনি বললেন, ‘যেও না, গ্রামের মহিলারা রিঅ্যাক্ট করছে। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে। আমিও চলে এসেছি। জানি না তিনি কেন চাননি, হয়তো তাঁর প্রচারের আলাদা কোনও স্ট্র্যাটেজি আছে।’‌

বায়োস্কোপ খবর

Latest News

সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.