বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মাঝরাতে আরজি কর হস্টেলে করাত হাতে কারা?‌ পদক্ষেপ করার আশ্বাস হস্টেল সুপারের

মাঝরাতে আরজি কর হস্টেলে করাত হাতে কারা?‌ পদক্ষেপ করার আশ্বাস হস্টেল সুপারের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর সামনে এসেছিল র‌্যাগিংয়ের ঘটনা। তারপর এই ঘটনা আবার সেই নতুন করে একই ইন্ধন জোগাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং বন্ধে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। তারপরও মাঝরাতে আরজি করের হস্টেলে করাত হাতে কয়েকজন প্রাক্তনী চড়াও হয়েছেন বলে অভিযোগ। 

আরজি কর হাসপাতালে আবার উত্তেজনা। অধ্যক্ষ বদলকে কেন্দ্র করে মাঝরাতে করাত হাতে চড়াও হয় প্রাক্তনীরা বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছয় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। তখন নতুন অধ্যক্ষকে সংবর্ধনায় সামিল ছিলেন পড়ুয়াদের একাংশ। কেন সংবর্ধনায় অংশ নেন পড়ুয়ারা? এই প্রশ্ন তুলে মাঝরাতে হস্টেলে হামলা চালানোর অভিযোগ ওঠে প্রাক্তনীদের বিরুদ্ধে। ওই পড়ুয়াদের হুমকি, শাসানি, ঘরে আটকে রাখা পর্যন্ত হয় বলে অভিযোগ ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ। এই ঘটনার কথা কর্তৃপক্ষকে জানান হস্টেল সুপার। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে হস্টেল সূত্রে খবর, রাত ২টো নাগাদ হস্টেলে ঢোকেন প্রাক্তনীরা। তাঁদের কারও কারও হাতে করাত ছিল বলে অভিযোগ উঠেছে। হস্টেলের মূল গেটের তালা কেটে ঢুকবে বলে তাঁরা করাত নিয়ে এসেছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আজ, বুধবার ভোর ৫টার সময়ে হস্টেলের ভিতর ঢুকে নতুন অধ্যক্ষকে সংবর্ধনায় যোগদানকারী পড়ুয়াদের শাসানো হয় বলে অভিযোগ। এই বিষয়ে আরজি করের হস্টেল সুপার চিকিৎসক স্বপন মণ্ডল বলেন, ‘‌মাঝরাতে ৮–১০ জনের একটি দল হস্টেলে ঢুকে পড়ুয়াদের শাসানি দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর রাত ১১টার পর কেউ যাতে হস্টেলে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাও করা হচ্ছে।’‌

অন্যদিকে কয়েকজনের গায়ে চিকিৎসকের সবুজ অ্যাপ্রন ছিল। প্রশ্ন উঠছে, যাঁর গলায় স্টেথোস্কোপ থাকার কথা সেখানে কিনা তাঁর হাতেই করাত ছিল?‌ ইতিমধ্যে করাত হাতে প্রাক্তনীদের ওই শাসানির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও এই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে ওই ভিডিয়ো–কে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, মাঝরাতে হস্টেলে পড়ুয়াদের কারা হুমকি দিচ্ছে? এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই ঘটনা আবার র‌্যাগিংয়ের বিষয়টি উস্কে দিল।

আরও পড়ুন:‌ ‘‌বিজেপির লোককে দুর্নীতির অভিযোগে ধরলে বেশি খুশি হবো’‌, বিস্ফোরক মন্তব্য রূপার

তাছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর সামনে এসেছিল র‌্যাগিংয়ের ঘটনা। তারপর এই ঘটনা আবার সেই নতুন করে একই ইন্ধন জোগাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং বন্ধে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। তারপরও মাঝরাতে আরজি করের হস্টেলে করাত হাতে কয়েকজন প্রাক্তনী চড়াও হয়েছেন বলে অভিযোগ। তাতে আবার সামনে আসছে ব়্যাগিংয়ের বিষয়টি। এই ঘটনায় পড়ুয়া সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এখন তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সুপার এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। যদিও অভিযুক্তদের এখনও চিহ্নিত করেনি হস্টেল কর্তৃপক্ষ।

বন্ধ করুন