বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Money recovered from Howrah station: ব্যাগ খুলতেই ৩৮ লক্ষ টাকা, ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল টাকা, আটক ২ যুবক

Money recovered from Howrah station: ব্যাগ খুলতেই ৩৮ লক্ষ টাকা, ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল টাকা, আটক ২ যুবক

উদ্ধার ৩৮ লাখ টাকা। প্রতীকী ছবি (PTI)

গতকাল বিকেল তিনটে নাগাদ ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে ওই দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ। তাদের পিঠে ছিল বড় বড় কালো ব্যাগ। তা দেখেই সন্দেহ হয় আরপিএফের। এরপরেই দুজনকে পাকড়াও করে ব্যাগ খুলতেই আরপিএফ কর্মীদের চক্ষু চড়কগাছ। তারা দেখেন ব্যাগে রয়েছে প্রচুর পরিমাণে নগদ টাকা।

হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল। গতকাল সন্দেহভাজন দুই যুবককে পাকড়াও করে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে আরপিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ এবং ৫ নম্বর গেটের কাছ থেকে ওই দুই যুবককে আটক করেছে আরপিএফ। আটক হওয়া দুই যুবকের নাম রুস্তম আনসারি এবং শুভ শর্মা।

জানা গিয়েছে, গতকাল বিকেল তিনটে নাগাদ ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে ওই দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ। তাদের পিঠে ছিল বড়-বড় কালো ব্যাগ। তা দেখেই সন্দেহ হয় আরপিএফের। এরপরেই দুজনকে পাকড়াও করে ব্যাগ খুলতেই আরপিএফ কর্মীদের চক্ষু চড়কগাছ। তারা দেখেন ব্যাগে রয়েছে প্রচুর পরিমাণে নগদ টাকা। তাদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পারে দুই যুবক বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে কী উদ্দেশ্যে তারা এত পরিমাণ টাকা নিয়ে এসেছিল এবং তারা কোথায় যাচ্ছিলেন সেই বিষয়ে দুই যুবক সদুত্তর দিতে পারেনি। খবর পেয়ে কলকাতার আয়কর দফতরের আধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে সেখানে পৌঁছান। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা গুনে জানা যায়, মোট ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা ছিল দুই যুবকের কাছে।

তাদের দু'জনকেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও দুই যুবকের দাবি তারা কলকাতা এসেছিল গয়না কিনতে। তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি দুই যুবক। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, গত ৩ অগস্ট হাওড়া স্টেশন থেকে এক যুবককে বিপুল পরিমাণ অর্থ-সহ গ্রেফতার করা হয়েছিল আরপিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩৫ লক্ষ টাকা। তার কয়েক দিনের ব্যবধানে ফের হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হল।

বন্ধ করুন