শিয়ালদা স্টেশনে ট্রেনের ছাদে উঠে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে গতকাল বিকেল ৪ টে ২৫ নাগাদ। জানা গিয়েছে, রামাঘাট গ্যালপিং ট্রেন তখন দাঁড়িয়ে ছিল শিয়ালদার ১ নম্বর প্ল্যাটফর্মে। যাত্রীরা ট্রেনে ওঠার জন্যে তাড়াহুড়ো করছিলেন। এরই মাঝে ট্রেনের ছাদে উঠে পড়েন এক ব্যক্তি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। এদিকে ট্রেনের ছাদে ওঠার পরই তিনি ২৫ হাজার ভোল্টের ওভারহেড তার ছুঁয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। সেই সময় স্টেশনে উপস্থিত যাত্রীরা দাবি করেন, আচমকাই একটি বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর। পরে জানা যায়, ওভারহেড তার ছোঁয়ায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। (আরও পড়ুন: তৃণমূলের হাত থেকে দখলমুক্ত করা হবে বামেদের পার্টি অফিস, 'প্রতিশ্রুতি' নিশীথের)
আরও পড়ুন: 'সুকান্ত যেন জানতে না পারে',ফোনে 'সেটিং' কল্যাণ-কবীরের? ভাইরাল অডিয়ো ঘিরে শোরগোল
আরও পড়ুন: নেই পর্যাপ্ত পাইলট, উড়ান বাতিল করে যাত্রীদের রিফান্ড দিচ্ছে টাটার বিমান সংস্থা
এদিকে অভিযোগ, সেই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর পরেও পুলিশকে নাকি মেমো দিতে দেরি করেছিল শিয়ালদা স্টেশন কর্তৃপক্ষ। এর প্রায় কুড়ি মিনিট পরে রানাঘাট গ্যালপিং লোকাল ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে বিকেলে সেই ব্যস্ত সময়ে কীভাবে একজন ব্যক্তি ট্রেনের ছাদে চলে যান, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। কীভাবে সবার চোখের আড়ালে সেই ব্যক্তি ট্রেনের ছাদে চড়েন, তা খতিয়ে দেখা হচ্ছে। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। (আরও পড়ুন: এন্ট্রি লেভেলে সরকারি ও বেসরকারি চাকরির গড় বেতনে ফারাক '২৩০০০ + DA + HRA' : ILO)
আরও পড়ুন: '১৭০০০ কোটি ফিরিয়েছে', বাংলাকে প্রতিশ্রুতি দিয়ে ইডি-র কীর্তি তুলে ধরলেন মোদী
আরও পড়ুন: আরও গরম পড়বে বাংলায়, জারি সতর্কতা, এরই মাঝে কলকাতায় বৃষ্টির খবর দিল হাওয়া অফিস
এদিকে দাবি করা হচ্ছে, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। আগেও নাকি এমনটা ঘটেছে। এই আবহে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। টিকিট ছাড়া একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শিয়ালদার মতো বড় স্টেশনের ভিতরে ঘুরে বেরাচ্ছিলেন কীভাবে। তা নিয়েও প্রশ্নের মুখে স্টেশন কর্তৃপক্ষ। এদিকে এই সবের মাঝে রানাঘাট লোকালের যাত্রা সাময়িক ভাবে ব্যাহত হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে তার থেকেও বড় প্রশ্ন, একটা জনবহুল স্টেশনে একটা মানুষের প্রাণ এভাবে অঘোরে চলে গেল, আর সেটা কারও নজরেও পড়ল না! এর জেরে যাত্রীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। তবে পরে শিয়ালদা থেকে ট্রেন চলাচল সার্বিক ভাবে স্বাভাবাকিই থাকে গতকাল।