কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক দাবি করলেন, তিনি ভোটে জিতলে কোচবিহারে বামেদের যে সব পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে, তা মুক্ত করে দেবেন। তবে তার জন্যে শর্তও বেঁধে দিয়েছেন নিশীথ। তাঁ রকথায়, পার্টি অফিস ফিরে পেতে হলে 'ভোট নষ্ট না করে সঠিক জায়গায় দিতে হবে'। গতকাল কোচবিহারের মাথাভাঙ্গার মহকুমার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলকগঞ্জ বাজারের মাঠে নির্বাচনী সভা করেছিলেন নিশীথ। সেখান থেকেই এই বার্তা দেন তিনি। সেই সভায় নিশীথের সমর্থনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ও উপস্থিত ছিলেন মঞ্চে। (আরও পড়ুন: বাংলার সরকারি কর্মীদের কপালে 'রবির ফাঁড়া', তাও 'লাভের খাতায়' জমল কত?)
আরও পড়ুন: 'মানুষ একটু ভয় পাচ্ছে', CAA নিয়ে অকপট স্বীকারোক্তি মতুয়া গড়ের BJP নেতার
গতকাল ঠিক কী বলেন নিশীথ প্রামাণিক? বিজেপির হেভিওয়েট নেতার কথায়, 'ভোটের ফল প্রকাশ হওয়ার পরে এলাকায় যাতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা যায়... এবং তার জন্য সমস্ত রাজনৈতিক দল তাদের অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণে এই এলাকায় বামফ্রন্টের যত পার্টি অফিস আছে... গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মণ্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, বুথে... বামপন্থী ভাইদের যত পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে... নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের কাজে লাগবে, বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনারা সেখানেই ভোট দেবেন।'
আরও পড়ুন: কেন শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছিল ১৬৩ একরের দ্বীপ? জানুন কচ্ছতিভুর ইতিহাস
এদিকে বামেদের উদ্দেশে নিশীথের এই 'প্রতিশ্রুতি' নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। এই প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, 'নিশীথ প্রামাণিক বামেদের পার্টি অফিস ফিরিয়ে তারপরে সেখানে কী করতে চান? সেখান থেকেই গরু পাচার চালাতে চান তিনি?' শমীকবাবু অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন নাকি কোচবিহার থেকে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক। এদিকে নিশীথের 'প্রতিশ্রুতি' নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সংবাদমাধ্যমকে লেন, 'গত পাঁচবছর ধরে কোচবিহারের সাংসদ পদে থেকেছেন নিশীথ। কেন্দ্রে হাফপ্যান্ট মন্ত্রী হয়েছেন। এতদিন কেন বামেদের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেননি তিনি? এখন তিনি এসব বলছেন নির্বাচনে বামেদের ভোট পাওয়ার তাগিদে।'