বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Recruitment scam: কীভাবে ভুল পথে গিয়েছিলেন, নিয়োগ দুর্নীতিতে গোপন জবানবন্দি দেবেন চাকরিপ্রার্থীরা

Recruitment scam: কীভাবে ভুল পথে গিয়েছিলেন, নিয়োগ দুর্নীতিতে গোপন জবানবন্দি দেবেন চাকরিপ্রার্থীরা

অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়-ফাইল ছবি (Saikat Paul)

টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চেয়েছিলেন ওই প্রার্থীরা। তাদের সঙ্গে সিবিআইয়ের আগেই কথা হয়েছে। এমনকী ভুল পথে কীভাবে টাকা নেওয়া হয়েছিল? কীভাবে তারা টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন? কাদের মাধ্যমে যোগাযোগ হয়েছিল? কাদের টাকা দিতে চেয়েছিলেন?

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে পারে অনেক প্রার্থী প্রচুর টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে, তেমনি অনেকেই চাকরি পাওয়ার জন্য টাকা দিতে চেয়েছিলেন। এবার সেরকম চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি রেকর্ড করবে সিবিআই। অবশ্য আগেই সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করেছে। এতদিন ধরে সিবিআই তদন্ত চললেও এই সমস্ত প্রার্থীদের গোপন জবানবন্দি রেকর্ড করেনি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই বিষয়ে আলিপুর আদালতের কাছে আবেদন জানিয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে চারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি তারা রেকর্ড করাতে চায়।

আরও পড়ুন: কয়েকজন জেলে আর কয়েকজন ঘুরে বেড়াবে,নবম -দশম মামলায় বিচারপতির তোপের মুখে সিবিআই

মামলা সূত্রে জানা গিয়েছে, টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চেয়েছিলেন ওই প্রার্থীরা। তাদের সঙ্গে সিবিআইয়ের আগেই কথা হয়েছে। এমনকী ভুল পথে কীভাবে টাকা নেওয়া হয়েছিল? কীভাবে তারা টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন? কাদের মাধ্যমে যোগাযোগ হয়েছিল? কাদের টাকা দিতে চেয়েছিলেন? সে সমস্ত বিষয়ে আগেই তাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাছাড়া এর আগেও ওই প্রার্থীরা সিবিআইয়ের সামনে আদালতে সাক্ষী দিয়েছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আদালত তাদের গোপন জবানবন্দি রেকর্ড করার অনুমতি দিয়েছে। ফলে সেক্ষেত্রে ওই চাকরি প্রার্থীদের কাছ থেকে অনেক নতুন প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই। এই মামলায় আরও নতুন তথ্য উঠে আসতে পারে। তা ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে এর আগে ৪ অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। তার পাশাপাশি বাঁকুড়ার ৭ জন শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করেছে। আর এবার ৪ জন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চলেছে সিবিআই। উল্লেখ্য, রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়োগ দুর্নীতি। এই মামলায় ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকেই এই মামলায় গ্রেফতার হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই নিয়োগ দুর্নীতি মামলা রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে। আর তার প্রভাব পড়েছে গত নির্বাচনগুলিতে। এই অবস্থায় আগামী দিনে তদন্ত কোন পথে যায়? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

বন্ধ করুন