১০ই এপ্রিল ২০২১। সেদিন কোচবিহারে বিধানসভা নির্বাচন। আচমকাই শীতলকুচির জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর খবর শোরগোল পড়ে যায় বাংলা জুড়ে। সেই সময় গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছিল বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে আধা সেনা। তবে তৎকালীন বিশেষ পুলিশ পর্যবেক্ষক জানিয়ে দিয়েছিলেন আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে বাহিনী। এদিকে সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই মামলায় কেন্দ্র, রাজ্য ও কমিশনকে তলব করল হাইকোর্ট। তবে এবার জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে তলব করা হয়েছে তিন পক্ষকে। অন্যদিকে এই ঘটনায় ৬জন সিআইএসএফ জওয়ান আগাম জামিনের আবেদন করেছেন বলে সূত্রের খবর।
এদিকে সার্কিট বেঞ্চ সূত্রে খবর, মৃতের পরিজনরা কলকাতা হাইকোর্টে প্রিন্সিপাল বেঞ্চে মামলা করেছেন। তবে মামলাটি আপাতত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলে এসেছে। এদিকে সেই মামলায় মৃতের পরিজনরা ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। সিআইডির তদন্ত কতদূর এগিয়েছে সেব্যাপারেও জানতে চাওয়া হয়েছে মৃতের পরিজনদের তরফে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন, সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে মামলাটি উঠেছিল। পরবর্তী সার্কিট বেঞ্চে আবার মামলাটি উঠবে। এই মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কমিশনকে তলব করা হয়েছে। অন্যদিকে এবার মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেই নজর বিভিন্ন মহলের।